
কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর হঠাৎ দেশটি আকাশপথ বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর সোমবার রাত পৌনে ১২টায় জানান, ফ্লাইটটি আগেই দোহার উদ্দেশ্যে রওনা দিয়ে মাঝপথে কাতারের আকাশসীমা বন্ধের খবর পায়। পরে রুট পরিবর্তন করে মাস্কাটে (ওমান) গিয়েছে। সেখানে জ্বালানি নেওয়া (রিফুয়েলিং) হচ্ছে। জ্বালানি নেওয়া শেষে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসবে।
সোমবার রাত দেড়টায় দোহা হয়ে জেদ্দার উদ্দেশ্যে বিমানের আরেকটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটটি দোহায় না নেমে সরাসরি জেদ্দায় চলে যাবে, সেভাবে যাত্রী ও মালামাল তোলা হবে।
এদিকে, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার রাতে এক বার্তায় বলেছে, চলমান পরিস্থিতিকে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।