
মানিকগঞ্জের ঘিওরে আলী আজম মানিক নামের এক কম্পিউটার দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে নাসিম ভূইয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, নাসিম ভূইয়া কাজ করে টাকা দেন না। ব্যস্ততা থাকায় তিনি তাঁকে পরে আসতে বললে দাড়ি ধরে টেনে-হিঁচড়ে তাঁকে মারধর করেন নাসিম। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মানিক।
গতকাল সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ডের ‘মানিক কম্পিউটার’ নামের একটি দোকানে এই ঘটনা ঘটে। এ বিষয়ে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আলী আজম মানিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ডে আলী আজম মানিকের কম্পিউটারের দোকানে একটি কাজ নিয়ে আসেন নাসিম ভূইয়া। ওই সময় আরেকজন কাস্টমারের কাজ করছিলেন মানিক। এ সময় কাজ নিয়ে মানিকের সঙ্গে কথা-কাটাকাটি হয় নাসিম ভূইয়ার। একপর্যায়ে নাসিম ভূইয়া ক্ষীপ্ত হয়ে মানিককে দাঁড়ি ধরে টানা হিচড়াসহ গালিগালাজ এবং মারধর করতে থাকেন। এ সময় মানিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নাসিম ভূইয়াকে শান্ত করে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নাসিম ভূইয়া বলেন, ‘আমি গতকাল বিকেলের দিকে একটি জমির নাম জারির আবেদন করতে যাই, তখন সে (মানিক) আমাকে সন্ধ্যায় আসতে বলে। পরে সন্ধ্যায় যাই, তখন নানা অজুহাতে আমাকে ঘুরায় এবং পরে কাজ করবে না বলেও জানান মানিক। এরপর আমি যখন ঘটনাস্থল থেকে চলে আসছি, তখন আমাকে গালি দিলে, আমি তাকে কিল ঘুসি মারি।’
দলীয় প্রভাবে এমন কাজ করেছেন কিনা জানতে চাইলে নাসিম ভূইয়া বলেন, ‘আমি বিএনপি করি কিন্তু আমার কোনো পদ নেই।’ তবে দাঁড়ি ধরে টানাটানির কথা অস্বীকার করেছেন তিনি।
‘মানিক কম্পিউটার’ সেন্টারের স্বত্বাধিকারী ও ভুক্তভোগী আলী আজম মানিক বলেন, ‘বিএনপির নামধারী নাসিম ভূইয়া মাঝে মাঝে আমার দোকান থেকে ফটোকপিসহ নানা ধরনের কাজ করে বিল পরিশোধ না করে চলে যায়। গতকাল আমি অন্য আরেকজনের কাজ করছিলাম। এমন সময় নাসিম দোকানে এসে তাঁর কাজ করে দিতে বলেন। আমি সময় চাইলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে অযথা মারধর করেছে। একপর্যায়ে নাসিম আমার দাঁড়ি ধরে টানাটানি করে এবং চর ও কিল ঘুষি মারে। একপর্যায়ে আমাকে হত্যার হুমকি দেয়।’
মানিক বলেন, ‘আমি ন্যায় বিচারের আশায় থানায় অভিযোগ করেছি। এ ঘটনায় আমি ন্যায় বিচার চাই।’
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আলী আজম মানিক একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’