বরিশাল বিএম কলেজের ৬ ছাত্রীকে হল ছাড়ার নির্দেশ


টাইমস প্রতিবেদক | Published: 2018-04-27 21:19:38 BdST | Updated: 2024-03-29 11:40:03 BdST

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৬ ছাত্রীকে শুক্রবার সকাল ৮টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষ মো. শফিকুর রহমান সিকদার জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতেই শিক্ষক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা হলেন- জান্নাতুল ফেরদৌসি, রহিমা আফরোজ ইভা, ফাতিমা শিমু, শাকিলা, তানজিলা আক্তার মিষ্টি ও শারমিন আক্তার। তারা বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের ছাত্রী। ঝুমুর সঙ্গে তাদের বিবাদ চলছিল।

ক্যাম্পাস সূত্র জানায়, তুচ্ছ ঘটনার জেরে ছাত্রলীগ নেত্রী ঝুমুরের বিছানাপত্রে অগ্নিসংযোগ ও তাকে মারধর করা হয়। এরপর ঝুমুরকে হোস্টেলে না যাবার পরামর্শ এবং ওই ৬ ছাত্রীকেও হল ছাড়ার নির্দেশ দেন শিক্ষকরা।

অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, ঘটনা তদন্তে যাতে কোনো সমস্যা না হয় এই কারণে তাদের যেতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচজে/ ২৭ এপ্রিল ২০১৮

//