আমার গ্রামের বাড়িতে পুলিশ কেন, প্রশ্ন কোটা আন্দোলনকারী নেতা শফিকুলের


টাইমস ডেস্ক | Published: 2018-07-07 05:06:57 BdST | Updated: 2024-04-19 19:18:46 BdST

কোটা সংস্কার আন্দোলন। এটা কোন সরকার বিরোধী, রাষ্ট্রদ্রোহী বা রাজনৈতিক আন্দোলন নয়। এটা সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ফেইসবুক স্ট্যাটাসে এমন দাবি জানিয়ে বলেছেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক,আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীল সমাজ,কৃষক, মজুর সহ সর্বস্তরের জনগণ আমাদের যৌক্তিক দাবিতে সমর্থন দিয়েছে। আমি ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। এটা আমার অন্যায়? বাড়িতে গিয়ে আমার মা,বাবা,বোন,চাচা এমনকি মামাদের সম্পর্কেও কেন জানতে চাওয়া হইবে ?

তিনি আরও লিখেছেন, শুধু আমার পরিবারই নয় আমার আত্বীয় স্বজনকেও কেন আমার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে হবে? আমি আমার মা বাবার একমাত্র ছেলে যে কারণ আমার প্রতি তাদের নির্ভশীলতাও বেশী। আমার মা একাই বাড়িতে থাকেন।আমি জানি প্রতিটা রাত তার নির্ঘুম কাটবে।হয়তো নিঃশব্দে চোখের পানি ঝরবে। কিন্তু কেন এসব হচ্ছে?

মা বেশ কিছু দিন যাবৎ অসুস্থ, কয়েকমাস পর অপারেশন করা লাগবে।একটু আগে আব্বা ফোন করে বললো তোর মা তো এখন আরো বেশি অসুস্থ হয়ে যাবে।আমি কি উত্তর দিব ? বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে ন্যায্য অধিকার আদায়ে আমরা সবাই মিলে চেষ্টা করেছি।
পরবর্তী প্রজন্মের জন্য বৈষম্য মুক্ত দেশ গড়তে। শান্তিপূর্ণভাবে আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও কি অন্যায়। এই হয়রানির শেষ কোথায়??

বিড়ালের মত বাঁচতে চাই না, সিংহের মত বাঁচতে চাই। যতদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ,বরিশাল বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের ফেইসবুক টাইমলাইন থেকে নেয়া।

এসএম/ ০৬ জুলাই ২০১৮