উন্নত জীবন - চিন্তা চেতনাকে জাগ্রত করে


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-12 10:10:39 BdST | Updated: 2024-03-29 15:26:17 BdST

‘উন্নত জীবন’ ডাঃ লুৎফর রহমানের মানসিক উৎকর্ষধর্মী প্রবন্ধ গ্রন্থমূহের অন্যতম। বইটি আপনার চিন্তা চেতনাকে জাগ্রত করবে। কাজে উদ্যমতা ফিরিয়ে দিবে। প্রতিটি শিক্ষার্থীর উচিত বইটি পড়া। 

বাংলাভাষায় এমন সরল ও অলংকারবিহীন গদ্যে, এমন স্বতঃস্ফূর্ত ও কথোপকথনের ঢঙে মানব কল্যাণমুখী দার্শনিক চিন্তা-ভাবনা সম্বলিত গ্রন্থ বিরল। তিনি যা লিখেছেন, তাকে সত্য বলে বিশ্বাস করেই লিখেছেন, যে কারণে তার উক্তির মধ্যে নির্ভীক দৃঢতা আমরা সহজেই লক্ষ্য করি। বইটি থেকে দু’একটি উদ্ধৃতি দিলেই উক্তিটার সত্যতা ধরা পড়বে : ‘কোন সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে তাদের বইগুলো ধ্বংস কর, সকল পণ্ডিতকে হত্যা কর, তোমার উদ্দেশ্য সিদ্ধ হবে।’

‘জাতি যখন দৃষ্টি সম্পন্ন ও জ্ঞানী হয়, তখন জাগবার জন্য সে কারো আহ্বানের অপেক্ষা করে না, কারণ, জাগরণই তার স্বভাব।’ ‘তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ করে তোল। কেই তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারবে না।’ ‘যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।’

এখানে বইটি পড়ুন 

বিডিবিএস 

//