চবি এডভেঞ্চার ক্লাবের চতুর্থ বর্ষে পদার্পন, নতুন কমিটি গঠন


টাইমস ডেস্ক | Published: 2020-09-05 04:13:24 BdST | Updated: 2024-04-25 22:12:33 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভ্রমণপ্রিয় শিক্ষার্থীদের সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি এডভেঞ্চার ক্লাবের' (সিইউএসি) সফলতার চতুর্থ বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গুগল মিট অ্যাপে (ভার্চূয়াল) সংগঠনটির একটি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় আগামী ২০২০-২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্লাবের নতুন প্রেসিডিয়াম বোর্ড মেম্বার হিসেবে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাজহারুল ইসলাম, আইন বিভাগের আছিম আহমেদ ও নাট্যকলা বিভাগের সাইহাম সালাম রুপক মনোনীত হয়েছেন।

নতুন কমিটি ঘোষণার পাশাপাশি সভায় সিইউএসি বার্ষিক কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়। বছরজুড়ে চিটাগং ইউনিভার্সিটি এডভেঞ্চার ক্লাব বিভিন্ন জায়গায় ১৫টি ট্যুরের আয়োজন করেছে। এছাড়াও প্রথমবারের মতো আলোকচিত্র প্রদর্শনী ও অনলাইনভিত্তিক ভ্রমণকাহিনী লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক রাসেল, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক তাসনিম মুসাররত ও সংগীত বিভাগের প্রভাষক জান্নাতুল ঊর্মি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সভাপতি এবং এডভেঞ্চার ক্লাবের সদস্যরা যুক্ত হয়েছেন।

এসময় নতুন কমিটি ঘোষণা করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক ও ক্লাবের অন্যতম উপদেষ্টা তাসনীম মুসাররত। তিনি বলেন, শুধু শিক্ষার্থীরা মিলে একটা সংগঠন চালানো বেশ দুরূহ একটি কাজ। কিন্তু চবি এডভেঞ্চার ক্লাব বেশ সফলতার সাথে এই কাজ করে যাচ্ছে। আশা করবো, যারা চলে যাচ্ছে তারা যাতে একেবারেই চলে না যায় বরং সাবেক ও বর্তমানরা মিলে যেন একসাথে কাজ করে ক্লাবকে আরও সামনে নিয়ে যায়।

সংগীত বিভাগের প্রভাষক জান্নাতুল ঊর্মি বলেন, 'আমি নিজেই একজন ভ্রমণপাগল মানুষ। তাই শিক্ষক হলেও এই সংগঠনের প্রতি একটি টান অনুভব করি। ভ্রমণ শুধু ঘুরে বেড়ানো নয় বরং নতুন জায়গায় গিয়ে নতুন কিছু শেখা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্লাটফর্মে এ ক্লাবটি এ শেখার পথকে আরও সহজ করে দিয়েছে।'

নতুন কমিটির অন্যান্য হলেন, পাবলিক এডমিনিস্ট্রেটর মাহমুদুল হাসান টিপু, রিপোর্টার মহিমা চৌধুরী, পার্লামেন্টেরিয়ান দোলন দে, হিস্টোরিয়ান শ্রাবন্তী চক্রবর্তী , ট্রেজারার নাফিজ ইমতিয়াজ, ফটোগ্রাফার নাফিস ইবনে মাবুদ ইফতি, অডিটর জান্নাতুল সাকলাইন, মার্চেন্ডাইজার এম এম আসাদুল্লাহ, এডজুটেন্ট পদে উম্মে হাবিবা মিতুন এবং কন্টেন্ট ক্রিয়েটর পদে নিলয় সরকার মনোনীত হয়েছেন।

সিইউএসির প্রতিষ্ঠাতা আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাদমান ইশরাক বলেন, সিইউএসি একটি ক্লাব নয় বরং একটি পরিবার। তবে নামের শেষে ক্লাব শব্দটি থাকার জন্য পুরনোদের বিদায় নিতে হবে আর নতুনদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে। তাই আমি আশা করি ২০২০-২১ এর কমিটি তাদের নিজ নিজ দায়িত্বে যথাযথভাবে পালন করবে এবং আরও যোগ্যদের কাছে ক্লাবকে রেখে যাবেন। জয় হোক সিইউএসির। এছাড়া এসময় সাইহাম সালাম রুপক ও শ্রাবন্তীর সঞ্চালনায় কমিটির সাবেক-বর্তমান অনেকেই বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৭ কতিপয় ভ্রমণপ্রিয় চবি শিক্ষার্থীর হাত ধরে শুরু হয় চবি এডভেঞ্চার ক্লাবের যাত্রা। বর্তামনে কমিটি সদস্য ছাড়াও ২৭০ জন নিবন্ধিত সহকারী সদস্য রয়েছেন ক্লাবটিতে। বর্তমানে সিইউএসি'র অধীনে রয়েছে ৫টি হ্যামক, ৭টি তাঁবু ও ২৭ টি লাইফ জ্যাকেট রয়েছে।