তাপস হত্যার বিচার চেয়ে চবিতে ছাত্রলীগের একাংশের মানববন্ধন


Desk report | Published: 2021-12-15 11:03:05 BdST | Updated: 2024-04-18 17:13:40 BdST

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী তাপস সরকার হত্যার বিচার চেয়ে মানববন্ধন করছে সংগঠনটির একাংশ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা এ মানববন্ধন করেন।

এতে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, “ছাত্রলীগকর্মী তাপস হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। তাদের জন্য ছাত্রলীগের কর্মীরা আতংকিত।

“কারণ যে একবার হত্যা করে সে আবার হত্যা করতে পারে। যে একবার মায়ের বুক খালি করছে, সে পুনরায় মায়ের বুক খালি করতে দ্বিধা করবে না।”

২০১৪ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে একসঙ্গে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের গ্রুপ ‘সিএফসি’ ও ‘ভি-এক্স’র কর্মীরা সংঘর্ষে জড়ায়।

‘ভি-এক্স’ নিয়ন্ত্রিত শাহজালাল হল থেকে গুলি চালানো হলে ‘সিএফসি’ নিয়ন্ত্রিত শাহ আমানত হলের তৃতীয় তলার বারান্দায় দাঁড়ানো তাপস সরকারের পিঠে গুলি লাগে।

গুলিতে নিহত তাপস সরকার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার বাবুলগঞ্জ থানার বিষ্ণুপুর এলাকার বাবুল সরকারের ছেলে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেসময়ের বিলুপ্ত কমিটির উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান আশার নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে তখন অভিযোগ করেছিলেন সিএফসির নেতাকর্মীরা।

মানবন্ধনে রুবেল বলেন, “পত্রিকায় দেখেছি সাক্ষীর অভাবে নাকি তাপস হত্যার বিচার হচ্ছে না। আমাদের অনেক নেতা-কর্মীরা সেদিনের প্রত্যক্ষদর্শী ছিলেন। আমাদের ডাকা হোক আমরা সাক্ষ্য দেব।”

ছাত্রলীগ কর্মী আহসানুল হাবিব সোপান মানববন্ধনে বলেন, “একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন সে ছাত্রের উপর তার পরিবারের অনেক আশা থাকে, স্বপ্ন থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে এভাবে লাশ হওয়া কোন পরিবারেরই কাম্য নয়। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাপস হত্যার বিচারের দাবি জানাচ্ছি।”