ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধের চিন্তা নেই


DU Correspondent | Published: 2022-01-11 07:42:12 BdST | Updated: 2024-05-02 11:24:04 BdST

দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও সশরীরে ক্লাস বন্ধের চিন্তা করছে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় বন্ধের চেয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করাকে সর্বোত্তম পন্থা মনে করছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

সোমবার (১০ জানুয়ারি) এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে আছে, এখনো সশরীরে ক্লাস নিচ্ছি। বিশ্ববিদ্যালয় বন্ধ কিংবা সশরীরে ক্লাস বন্ধ করে দেওয়া একমাত্র উপায় নয়। যদি আমরা নিজেরা সচেতন থাকি, স্বাস্থ্যবিধি অনুসরণ করি ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতন থাকি তাহলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি বলেন, তারপরও যদি সংক্রমণ বেড়ে গেলে শিক্ষার্থী ও ঢাবি পরিবারের সদস্যদের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল (রোববার) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় বন্ধের চেয়ে সচেতনতাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ সময় তিনি বলেছেন, সংক্রমণ বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধের চেয়ে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছি। এগুলো হলো উত্তম পন্থা। এ কাজগুলো করলে নিঃসন্দেহে সব কাজই করা সম্ভব।

তিনি আরও বলেন, কারোনার নিত্য নতুন ভ্যারিয়েন্ট আসবে। এসব মোকাবিলা করেই আমাদের বাঁচতে হবে। টিকাদান কর্মসূচি অব্যাহত আছে এবং এটা চলতে থাকবে। স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা যদি এসব মেনে চলতে পারি তাহলে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারব।

এদিকে দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অনলাইনে ক্লাস চলবে বলে জানানো হয়। তবে আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি।