ঢাবিতে মিছিল-মিটিং না করার অনুরোধ প্রক্টরের


DU Correspondent | Published: 2022-01-12 20:08:41 BdST | Updated: 2024-03-28 21:03:06 BdST

রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থান। প্রতিদিনই এ ক্যাম্পাসে গিয়ে কিছুটা অবসর কাটান বহু মানুষ। বিকেল-সন্ধ্যার অবসরে বন্ধুদের সঙ্গে আড্ডার স্থান হিসেবেও এই ক্যাম্পাসকে বেছে নেন অনেকে।

তবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং সরকারি বিধি-নিষেধ আরোপ করায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রয়োজন ছাড়া না আসার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এমনটি জানান ঢাবি প্রক্টর। একইসঙ্গে ক্যাম্পাসে কোনো ধরনের মিছিল মিটিং ও জনসমাগম না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, দেশে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে রাষ্ট্রীয়ভাবে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আমরা যেন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি। বিশেষ করে মাস্ক পরিধান করি। জনসমাগম এড়িয়ে চলি। যারা প্রয়োজন ছাড়া এখনও ক্যাম্পাসে ঘোরাঘুরি করেন... তাদের নিজের জীবনের নিরাপত্তা এবং অন্যের জীবনের প্রতি হুমকি তৈরি না করতে আমরা অনুরোধ করব। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য এখন ক্যাম্পাসে আসাটাকে আমরা স্বাগত জানাব না।

ক্যাম্পাসে ব্যারিকেড দেওয়া হবে কি না জানতে চাইলে ঢাবি প্রক্টর বলেন, করোনা বিস্তার রোধে সরকারিভাবে যে বিধি-নিষেধগুলো আরোপ করা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা অবহিত থাকছি এবং প্রতিনিয়ত করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবকিছু মিলেই আমাদের শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য যখন যা করা দরকার, সেটা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই এগিয়ে আসবে।

মিছিল-সমাবেশের বিষয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে জাতীয় সিদ্ধান্তে বলা হয়েছে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বা সমাবেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। সুতরাং রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে চলা আমাদের দায়িত্ব। আমরা নিজেরা যেন কোনো ধরনের মিছিল-সমাবেশ না করি।

এদিকে দেশে করোনা সংক্রমন ফের বাড়ায় গত ৯ জানুয়ারি ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মানা নিয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাবি প্রশাসন।

//