ঢাবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ


DU Correspondent | Published: 2022-01-12 23:18:31 BdST | Updated: 2024-05-02 16:46:13 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে প্রক্টরিয়াল টিমের বাধায় সেখানে বেশি সময় অবস্থান করতে পারেননি তারা।

এরপর রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নেন তারা।

এসময় তারা- 'দাবি মোদের একটাই, ঢাবিতে সেকেন্ড টাইম চাই', 'দিতে হবে দিতে হবে, সেকেন্ড টাইম দিতে হবে', 'আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে', 'উই ওয়ান্ট সেকেন্ড টাইম' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রশাসনিক অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে প্রক্টরিয়াল টিম বাধা দিয়েছে। এটা আমাদের যৌক্তিক দাবি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর স্যার আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

আন্দালনকারীরা আরও বলেন, যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না তাদের মধ্যে অল্প সংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারে। এছাড়া যারা প্রথমবারেই চান্স পেয়ে ভর্তি আছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না এমন শর্ত দিয়েও ঢাবিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে।