কাওয়ালিতে হামলার প্রতিবাদে ‘ধিক্কার সমাবেশে’ পুলিশের লাঠিচার্জ


DU Correspondent | Published: 2022-01-14 05:24:14 BdST | Updated: 2024-04-18 22:02:24 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে কাওয়ালি গানের আসরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশনের (প্যাক) ধিক্কার সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ধিক্কার সমাবেশের আয়োজন করে সংগঠনটি। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ তাদের বাধা দেয়। কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এসময় শিমুল চৌধুরী ও সজিব তুষার নামে দুজন আহত হন। পরে পুলিশ দলটির নেতাকর্মীদের কাঁটাবন মোড় পর্যন্ত ধাওয়া করে।

সংগঠনটির অন্যতম সংগঠক রাতুল মোহাম্মদ বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের অতিথি হিসেবে ড. জাফরুল্লাহ চৌধুরীর থাকার কথা ছিল। কিন্তু আমাদের কর্মসূচি শুরুর আগেই পুলিশ এসে বাধা দেয়। কোনো কারণ ছাড়াই আমাদের ওপর লাঠিচার্জ করে। আমরা বাধ্য হয়ে কাঁটাবন মোড়ে অবস্থান নিই। আমাদের দুইজন আহত হয়েছেন। এর প্রতিবাদে আমরা কর্মসূচি নির্ধারণ করে আপনাদের জানাবো।’

তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘সরকারি বিধিনিষেধ অনুযায়ী কোনো ধরনের সভা-সমাবেশ করা নিষিদ্ধ। তারা সমাবেশ করতে চাইলে আমরা তাদের নিষেধ করি। তারপর তারা শাহবাগ মোড় ত্যাগ করে। কোনো ধরনের আক্রমণ করা হয়নি।’

প্রসঙ্গত, এর আগে বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় টিএসসি’তে অনুষ্ঠিত কাওয়ালি কনসার্টে হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেন। এতে বেশ কয়েকজন আহত হন।