নিজের সব অর্থ ঢাবিকে দান করা অধ্যাপক ড. মোহাম্মদ শফি আর নেই


DU Correspondent | Published: 2022-04-27 05:45:28 BdST | Updated: 2024-04-18 08:35:09 BdST

 নিজের সঞ্চয়ের সব অর্থ বিভাগে দান করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৎস্যবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শফি আর নেই।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এক শোকবাণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ শফি ছিলেন একজন প্রখ্যাত মৎস্যবিজ্ঞানী এবং নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক।

অত্যন্ত বিনয়ী, সজ্জন ও নিষ্ঠাবান এই অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বিভাগের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে বড় ধরনের আর্থিক অনুদান দিয়ে এক মহতী দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

বাংলাদেশে মৎস্য বিজ্ঞান গবেষণার পথিকৃৎ এই অধ্যাপক মৎস্যবিজ্ঞান সংক্রান্ত অনেক মূল্যবান পুস্তক রচনা করেছেন। মৎস্যবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।