ঢাবি ‘খ’ ইউনিটে প্রথম-দ্বিতীয়-তৃতীয় হলেন যারা


DU Correspondent | Published: 2022-06-28 02:17:19 BdST | Updated: 2024-03-19 09:01:05 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত খ-ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ।

এতে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাহলুল কবির নুয়েল। পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে তিনি ৯৬.৫০ পেয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন।

যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দুজন। বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে বিভিন্ন মানদণ্ড অনুসরণ করে ক্রমিক করেছে। এর ফলে দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তাবিয়া তাসনীম (মৃত্তিকা)। তার স্কোর ৯৬.২৫। তার কেন্দ্র ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন (একাডেমিক ভবন-১)।

তৃতীয় হয়েছেন বরিশালের সরকারি নাজিমুদ্দিন কলেজের শিক্ষার্থী সাবরিন আক্তার কেয়া। তার স্কোরও ৯৬.২৫। তার কেন্দ্র ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন (একাডেমিক ভবন-২)।

দুইজনের পাস মার্ক একই হলেও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ইংরেজিতে বেশি নম্বর পাওয়ায় তাসনিমকে দ্বিতীয় ঘোষণা করা হয়৷

এর আগে সোমবার (২৭ জুন) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

এতে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯০.১৩ শতাংশ। ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন।

গত ৪ জুলাই ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে ‘DU KHA <Roll No>’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে।

পাসকৃত শিক্ষার্থীদের আগামী ৪ জুলাই বিকাল ৩টা থেকে ২১ জুলাই বিকাল ৩টা পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৭ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে খ-ইউনিট এর নোটিশে পাওয়া যাবে।

//