বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধিত্বের দাবি


Desk report | Published: 2023-01-28 10:05:31 BdST | Updated: 2024-03-28 16:24:09 BdST

দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধিত্বসহ পাঁচ দফা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় (বেবি) সংসদ। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতি চর্চার পরিবেশ সুনিশ্চিত, ১৫ শতাংশ কর প্রত্যাহার, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, মানসম্মত শিক্ষকের সংকট দূর করা এবং সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করার দাবি জানান তারা।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কর্তৃক আয়োজিত ছাত্র সমাবেশে এ দাবি জানান তারা।

 

ছাত্র সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনই অধিকার আদায়ের একমাত্র পথ। আমাদের অধিকার রক্ষার দায়িত্ব আমাদেরই। তাই আজ নতুন করে সময় এসেছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ সুনিশ্চিত, শিক্ষার্থীদের দেশের আর্থসামাজিক অবস্থার ওপর ভিত্তি করে টিউশন ফি নির্ধারণ এবং অভিন্ন গ্রেডিং পদ্ধতির নীতিমালা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, পর্যাপ্ত মানসম্মত শিক্ষক সংকট নিরসন ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিতসহ ৫ দফা দাবিতে একই মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার।

সমাবেশে অধ্যাপক ড. আজিজুর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রকদের সমালোচনা করে বলেন, ট্রাস্টি মেম্বাররা প্রতি মাসে একটি করে সভা করে সম্মানী হিসেবে খাম ভর্তি লাখ লাখ টাকা নিয়ে যান। এমনকি শিক্ষার্থীদের টাকায় তারা বিদেশে ভ্রমণ করেন। শিক্ষার্থীরা রাজনীতিতে সচেতন হলে এসব বন্ধ হওয়ার ভয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনীতি নিষিদ্ধ করেছে। প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতির দাবিও জানান তিনি।

 

সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় (বেবি) সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সহ-সভাপতি জয় বণিক, সহ-সভাপতি ওয়ালিদ হাসান লাবু, সহকারী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক দিয়াত মাহমুদ শাকিল, সদস্য আহমেদ মানিক ও ছাত্রনেতা সুবেহ সাদিক সন্ধিসহ প্রমুখ।

//