ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ছাত্র ইউনিয়ন’র সংহতি সমাবেশ


DU Correspondent | Published: 2023-10-13 09:29:17 BdST | Updated: 2024-05-03 19:46:59 BdST

ইসরায়েলের সাথে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বক্তারা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চলের সঞ্চালনায় ও সহ-সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরীসহ অনেকেই বক্তব্য দেন।

সমাবেশে সংগঠনটির সহ-সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘যারা বলছেন হামাস কেন প্রথম আক্রমণ করেছে, তাদের কথায় মনে হচ্ছে হামাস আক্রমণের আগে ফিলিস্তিনে শান্তি বিরাজ করছিল। অথচ গত ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কাঠামোগত গণহত্যা চলমান।’

তিনি আরও বলেন, ‘এই অবৈধ জবরদখল ও গণহত্যা চলমান থাকা অবস্থায় একটা জাতীয় মুক্তির আন্দোলনকে তার লড়াইয়ের পন্থা নিয়ে আমরা ছবক দিতে পারি না।’

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সদস্য আদৃতা রায় বলেন, ‘হামাসের বিরুদ্ধে নারী ধর্ষণ, শিশু হত্যার অভিযোগ দেখা যাচ্ছে পশ্চিমা মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ এগুলোর কোনো প্রমাণ নেই। এগুলো মূলত ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে যুক্তি হিসেবে ব্যবহারের জন্য ছড়ান হচ্ছে। এতে প্রত্যক্ষ অবদান রাখছেন জো বাইডেন, যাকে কখনই ফিলিস্তিনের মানুষের মানবাধিকার নিয়ে সোচ্চার হতে দেখা যায় না। তিনি বলছেন, হামাসের নৃশসংতা তিনি নিজে দেখেছেন, অথচ মার্কিন গণমাধ্যমই স্বীকার করছে, কোনো ছবি বা ভিডিও তাদের কাছে নেই।’