ঢাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


DU Correspondent | Published: 2023-10-20 08:55:12 BdST | Updated: 2024-05-03 19:52:42 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে মালয়েশিয়ার টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিজস্ব কার্যালয়ে মালয়েশিয়ার টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক সেসক কোয়ানের নেতৃত্বে এই প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টুনকু আব্দুর রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান এবং শিক্ষা ও গবেষণায় মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মালয়েশিয়ার প্রতিনিধিদলের সদস্যরা হলেন, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কার্থিয়ানি শনমুগাম, অ্যাকাউন্টেন্সি, ফিন্যান্স অ্যান্ড বিজনেস অনুষদের ডিন অধ্যাপক উই চু কক, অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. তান হুই ইন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ইয়ো কোয়াক শিয়েন।