সমাবর্তন শান্তিপূর্ণ করতে সকল সংগঠনের প্রতি আহবান ঢাবি ভিসির


DU Correspondent | Published: 2023-10-26 15:02:38 BdST | Updated: 2024-05-03 12:25:54 BdST

২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তনকে কেন্দ্র করে সমাবর্তনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল রাজনৈতিক দল, ভিন্নমত ও ছাত্রসংগঠনের প্রতি আহবান জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টায় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাবি ভিসি জানান, সমাবর্তন শুরু হবে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এই বিশেষ সমাবর্তনে গ্রাজুয়েটদেরকে ডিগ্রি দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে। রাষ্ট্রপতি অসুস্থতার কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি সমাবর্তনে আসতে পারবেন না। এজন্য বিশ্ববিদ্যালয় আদেশ ১৭৩ আর্টিকেল ১০(১) অনুযায়ী সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৯ তারিখ সকাল ১০ টায় সমাবর্তন শোভাযাত্রায় সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। শোভাযাত্রাটি শুরু হবে কার্জন হল থেকে। শিক্ষার্থীরা খেলার মাঠের জিমনেসিয়াম গেট দিয়ে প্রবেশ করবেন। সকাল আটটা থেকেই খোলা থাকবে গেটটি। আর শিক্ষক এবং অতিথিরা প্রবেশ করবেন সুইমিংপুল গেট দিয়ে। তাদের জন্য এই গেট খোলা হবে সকাল নয়টায়। অংশগ্রহণের জন্য অবশ্যই আমন্ত্রণপত্র হাতে নিয়ে ঢুকতে হবে।

ওই বক্তব্যে তিনি আরও বলেন, সমাবর্তনের দিন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত শাহবাগ ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল থেকে দোয়েল চত্বর, পলাশী থেকে দোয়েল চত্বর ও নীলক্ষেত থেকে দোয়েল চত্বর পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ রাখার ব্যবস্থা করা হবে।

সম্মেলন শেষে বঙ্গবন্ধুকে দেওয়া উপাধি কে গ্রহণ করবেন জানতে চাইলে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু পরিবারের অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে যারা আসবেন তাদের কোনো একজনকে দেওয়ার জন্য তখন বিবেচনা করা হবে। এখনো পর্যন্ত এটি ঠিক করা হয়নি।

প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে তিনি বলেন, এই বিষয়ে আমরা অবগত আছি আমাদের টেকনোলজি স্পেশালিষ্টদের সাথে কথা হয়েছে।

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ সামাদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দীন এবং রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।