প্রধানমন্ত্রীর প্লাকার্ড ভাঙচুর, দ্রুত বিচারের দাবি ৫ সংগঠনের


Desk report | Published: 2023-12-14 11:30:34 BdST | Updated: 2024-05-03 01:51:26 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে ছাত্রলীগের টানানো প্রধানমন্ত্রীর প্লাকার্ড ভাঙচুরের তীব্র নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রভিত্তিক (টিএসসি) পাঁচটি সাংস্কৃতিক সংগঠন।

বুধবার (১৩ ডিসেম্বর) সংগঠনগুলো এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংগঠনগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এবং স্লোগান’৭১ ।

বিবৃতিতে সংগঠনগুলো জানায়, সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নেমে ১৯৯২ সালে রাজপথ রঞ্জিত করেছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। অথচ ২০২৩ সালে এসে রাজুর নামে নির্মিত ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তারই সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ডে লজ্জায় মুখ লুকিয়েছে শহীদ রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী এহেন কর্মকাণ্ডে লজ্জিত ও ক্ষুব্ধ।

বিবৃতিতে উল্লেখ করেন, ঢাবি শিক্ষার্থীদের জন্য দেওয়া উপহার মেট্রোরেলকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের স্থাপন করা প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ভাংচুর করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের বিপরীতে এক ন্যক্কারজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর অনুভূতি সাথে সমব্যথী হয়ে ঢাবির নাট্য সংসদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিগুলোতে আরও বলা হয়, দেশের ৫২তম বিজয় দিবসের প্রাক্কালে কতিপয় দুর্বৃত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ছবি সংবলিত ব্যানার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ধরনের কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা, শিক্ষা ও সংস্কৃতিচর্চার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

সংগঠনের দাবি, এমন ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুষ্কৃতকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি। একই সঙ্গে ছাত্র ইউনিয়নকে প্রকাশ্যে সাংগঠনিকভাবে ক্ষমা চাওয়া দাবি।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর শনিবার মেট্রোরেলের টিএসসি স্টেশনের উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ‘METRO at TSC : Thank You Sheikh Hasina’ শীর্ষক আনন্দ শোভাযাত্রা করে ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় রাজু ভাস্কর্যে এই সাইনবোর্ড প্রদর্শন করে তারা, যা এখনো রাজু ভাস্কর্যে রয়েছে। এ নিয়ে বাম ছাত্র সংগঠনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আসছে। এবং সর্বোশেষ গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ভাস্কর্যে টানানো সাইনবোর্ড ভাঙচুর করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনয়নের নেতাকর্মীরা।