কলকাতায় ২৫ কিমি ম্যারাথনে অংশ নিচ্ছেন ঢাবি শিক্ষার্থী সীমান্ত


Desk report | Published: 2023-12-17 08:19:13 BdST | Updated: 2024-05-03 07:59:26 BdST

টাটা স্টিল কলকাতা ২৫ কিলোমিটার আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম সীমান্ত।

রোববার (১৭ ডিসেম্বর) ভারতের কলকাতায় টাটা স্টিল কলকাতা ২৫কিমি ইভেন্টে তিনি দৌড়াবেন। এই ইভেন্টে প্রত্যেক প্রতিযোগীকে ২৫ কিলোমিটার দৌড়াতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার নাজিম সীমান্ত দীর্ঘদিন রানিং এ যুক্ত থাকলেও এই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে আন্তর্জাতিক কোনো রানিং ইভেন্টে অংশ নিচ্ছেন। একজন অ্যাথলেট হিসেবে দেশীয় ইভেন্টগুলোতে দশ কিলোমিটার, হাফ ম্যারাথনসহ (২১.০৯৭ কিমি) বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল (ঢাকা ম্যারাথন) হাফ ম্যারাথন, ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স কমিউনিনি (১০ কিমি), চেজ কাপ্তাই হাফ ম্যারাথনসহ বিভিন্ন ইভেন্ট কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

সীমান্ত নিয়মিত ম্যারাথনের মাধ্যমে তরুণদের নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে উদ্বুদ্ধ করছেন। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে থাকতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সাহায্য করে। একই সঙ্গে শারীরিক ও মানসিক শক্তিমত্তা বৃদ্ধি করে। এ ছাড়া এরকম আন্তর্জাতিক ইভেন্টে নিজের বিশ্ববিদ্যালয় ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সৌভাগ্যের বিষয়।

টাটা স্টিল কলকাতা ২৫কিমি এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক ম্যারাথন ইভেন্টগুলোর মধ্যে একটি। এ বছর ৮ম সংস্করণে প্রায় ১৭ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করছেন। ২৫ কিলোমিটার, ১০ কিলোমিটার, সাড়ে ৪ কিলোমিটার আনন্দ রান, ২ দশমিক ৩ কিলোমিটার সিলভার রান ও ২ দশমিক ৩ কিলোমিটার চ্যাম্পিয়ন্স উইথ ডিজেব্যালিটিসহ মোট পাঁচ ক্যাটাগরি আয়োজন থাকছে এবারের প্রতিযোগিতায়।

২৫ কিলোমিটার ক্যাটাগরির প্রতিযোগীরা রেড রোড থেকে দৌড় শুরু করে হেস্টিংস জংশন, ইডেন গার্ডেন, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, ন্যাশনাল লাইব্রেরি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে রেড রোডে এসে দৌড় শেষ করবে। স্থানীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে ইভেন্টটি শুরু হবে। এতে দেশি-বিদেশি অসংখ্য পেশাদার ও অপেশাদার দৌড়বিদ অংশগ্রহণ করবেন।