ঢাবির এ এফ রহমান হলের সামনে ফের ৪ ককটেল বিস্ফোরণ


DU Correspondent | Published: 2024-01-05 23:02:13 BdST | Updated: 2024-05-03 05:12:18 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে ফের ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ এফ হলের বিপরীত পাশের রাস্তায় নীলক্ষেত তোরণ গেটের পাশে একটি মোটরসাইকেল থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়। এসময় ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের বিপরীত পাশের রাস্তায় বিশ্ববিদ্যালয় তোরণের পাশে মোটরসাইকেল থেকে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। এসময় সেখানের ফুটপাত ধরে হাঁটা পথচারীরা ভয়ে দৌড়াতে থাকেন। ঘটনার পরেই পুলিশ কর্মকর্তারা এসে ঘটনা পরিদর্শন করেন ও বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন।

৭ জানুয়ারি এবি পার্টির সকাল-সন্ধ্যা ‌‘লকডাউন’
প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি ফুটপাত ধরে হেঁটে নিউমার্কেট যাচ্ছিলাম। হঠাৎ এফ রহমান হলের সামনে তোরণের কাছাকাছি পৌঁছালে আমার ২০/৩০ ফুট দূরেই বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হলে আমি ভয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির দিকে দৌড় দেই। পরে বুঝতে পারি এগুলো ককটেল বিস্ফোরণ ছিলো। ককটেলগুলো একটি মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা হয়েছে বলে মনে হচ্ছিল। বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও হলের শিক্ষার্থীরা জড়ো হলে আমি নিজ গন্তব্যে চলে আসি।

এ বিষয়ে নীলক্ষেত ফাঁড়ি পুলিশের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মিনিটের দিকে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ হলের মাঝ রাস্তায় একটি মোটরসাইকেল থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।