ভোট দিতে লক্ষ্মীপুর যাচ্ছেন ঢাবি উপাচার্য


DU Correspondent | Published: 2024-01-06 11:58:47 BdST | Updated: 2024-05-03 07:43:31 BdST

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নিজ জেলা লক্ষ্মীপুরে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি ১১নং ওয়ার্ডের লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

শনিবার (০৬ জানুয়ারি) সকালে উপাচার্য নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন। আজ তিনি লক্ষ্মীপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

ঢাবি উপাচার্য বলেন, আমি লক্ষ্মীপুরে আমার নিজ গ্রামে ভোট দেব। কোনো কারণে যদি ঢাকায় থেকে যেতে না হয়, তাহলে এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত। আমাদের আসনে আমার ভাই শাহজাহান কামাল দীর্ঘদিন যাবত নির্বাচন করেছেন। নির্বাচিত হয়েছেন। এবার আমার ভাই নেই। তারপরও আমি আমার নিজ আসনে ভোট প্রদান সম্পন্ন করবো।

তরুণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারেও তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। প্রায় সবগুলো দলের ইশতেহারে চাকরির সুযোগ বৃদ্ধি ও শিক্ষার অগ্রগতিসহ এমন কিছু কাজের কথা উল্লেখ করা হয়েছে, যেটা মূলত তরুণদেরকেই প্রাধান্য দেয়।

তিনি বলেন, তরুণদের জন্য আমার পরামর্শ থাকবে তারা ভোট কেন্দ্রে যাবে এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে অন্তত ২৮টি দল অংশ নিচ্ছে। বিএনপিসহ ১৬টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।