না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী নাজমুল


DU Correspondent | Published: 2024-01-07 08:42:32 BdST | Updated: 2024-05-02 21:54:10 BdST

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাজমুল হাসান রাসেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। নাজমুলের ভাই এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমুল হাসান রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তার ভাই এরশাদ। তিনি লিখেন, ‘পৃথিবীর সকল মায়া ত্যাগ করে আজ ভোর ৫ টায় বিদায় নিয়েছে আমার ভাই নাজমুল হাসান রাসেল (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সবাই তার জন্য দোয়া করবেন।’

জানা যায়, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজমুল। উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন তিনি।

নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও স্যার এফ রহমান হলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নাজমুল হাসান রাসেলের বাড়ি জামালপুর জেলায়।