ঢাবিতে ব্যবসায় শিক্ষায় পুনঃভর্তি: পছন্দ ফরম পূরণ ২ জুনের মধ্যে


বাসস, ঢাকা | Published: 2025-06-01 12:06:28 BdST | Updated: 2025-07-10 04:52:27 BdST
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ব্যবসায় শিক্ষা শাখার পুনঃভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দ ফরম ২ জুনের মধ্যে পূরণ করতে হবে।
 
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম স্বাক্ষরিত  এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এ কথা জানানো হয়েছে।
 
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনঃ ভর্তি পরীক্ষার ফলাফল গত ২৬ মে প্রকাশ করা হয়েছে।
 
১ থেকে ১ হাজার ২০০ মেধাক্রমধারী শিক্ষার্থী এবং কোটায় উত্তীর্ণ সকল আবেদনকারীকে আগামী ২ জুনের মধ্যে এসআইএফ ফরম পূরণ করতে হবে এবং বিষয় পছন্দক্রম অনলাইনে দাখিল করতে হবে।
 
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে পরবর্তীতে কোনোভাবেই মেধাক্রমের সুযোগ বহাল থাকবে না।