দেশে প্রথম ট্রেইলার এপ্লিকেশন টায়ার আনলো এ্যাপোলো টায়ারস


Chittagong | Published: 2022-03-17 01:45:31 BdST | Updated: 2024-03-29 01:37:29 BdST

টায়ারের বাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ট্রেইলার সেগমেন্ট এর জন্য অন্যতম টায়ার নির্মাতা প্রতিষ্ঠান এ্যাপোলো টায়ারস লিমিটেড বন্দর নগরী চট্টগ্রামে আনলো AXVT 10.00-20 টায়ার। যা শুধুমাত্র ট্রেইলারের জন্যই প্রযোজ্য। এটিই বাংলাদেশের প্রথম ট্রেইলার এপ্লিকেশন টায়ার।

এর উতকৃষ্টমানের ট্রেড কম্পাউন্ড টায়ারের অসম ক্ষয় আর আঘাত থেকে প্রতিরোধ করে এবং যে কোন কাঁটাছেঁড়া থেকে টায়ারকে দেয় সর্বোচ্চ সুরক্ষা। এর সুপ্রশস্ত সেন্টার রিব দেয় সর্বোচ্চ স্থিতিশীলতা ও মাইলেজ এবং এর আঁকাবাঁকা গ্রুভস ডিজাইন রক্ষা করে এর মাঝে আটকে যাওয়া পাথর থেকে। ট্রেইলার টায়ারের ক্রমবর্ধমান চাহিদা থেকে এটা বলা যায় যে, বাংলাদেশে এ্যাপোলো টায়ারস এর অন্যান্য টায়ারের মত AXVT হতে পারে এই সেগমেন্টের সর্বোত্তম "ভ্যালু ফর মানি" টায়ার যা আপনার ব্যবসার পরিধিকে বিস্তৃত করবে।

.

র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেল এ আয়োজিত এ্যাপোলো AXVT 10.00-20 টায়ার উম্মোচন অনুষ্ঠানে এ্যাপোলো টায়ারস লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেনঃ শান্তনু দত্ত, কান্ট্রি হেড - বাংলাদেশ; মোঃ আরিফুল করিম, সেলস ম্যানেজার - বাংলাদেশ; এ কে এম মঞ্জুরুল করিম, বিজনেস ডেভেলপমেন্ট টেকনিক্যাল ম্যানেজার; শিভ শংকর সিং; কাস্টমার সার্ভিস ম্যানেজার।

অনুষ্ঠানে এ্যাপোলো টায়ার এর কান্ট্রি ডিস্ট্রিবিউটর ইফাদ মোটরস লিমিটেড (টায়ার ডিভিশন) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেনঃ মুইদুর রহমান তানভীর, হেড অব বিজনেস অপারেশন; মোঃ শামীম হায়দার; ন্যাশনাল সেলস ম্যানেজার ও মোঃ মহিউদ্দিন (মুহিন), টেরিটরি ম্যানেজার - চট্টগ্রাম।

//