শিক্ষার্থীদের টিকাদান : তিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈঠক মঙ্গলবার


Desk report | Published: 2022-01-11 04:57:07 BdST | Updated: 2024-04-19 15:43:41 BdST

তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্রুত কীভাবে টিকার আওতায় নিয়ে আসা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, পাবলিক, বেসরকারি, জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৪ লাখ ৩৪ হাজার ৪৫১ জন। এর মধ্যে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ লাখ ২৮ হাজার ৪৬৮ জনকে। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৭ লাখ ১৩ হাজার ৩০২ জন। মোট নিবন্ধন করেছেন ২৭ লাখ ৩১ হাজার ২৮৭ জন। পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৯৫ ভাগের বেশি শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদান কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসব- বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি জানান, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী এক কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। তাদের মধ্যে টিকা পেয়েছে ৪০ লাখ ৩২ হাজার ৫৬৯ জন। শতকরা ৩৫ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছে। ৭৫ লাখ ৯০ হাজার ৭৫৩ জনের টিকা নেওয়া বাকি আছে।

তিনি বলেন, শতকরা ১০ ভাগের নিচে টিকা দেওয়া হয়েছে, দেশে এমন জেলা চারটি। শতকরা ১০ থেকে ২০ ভাগ টিকা দেওয়া হয়েছে, এমন জেলার সংখ্যা ১২টি। ২০ থেকে ৩০ ভাগ টিকা দেওয়া হয়েছে ১১টি জেলায়। ৩০ থেকে ৪০ ভাগ টিকা দেওয়া হয়েছে ১০টি জেলায়। ৪০ থেকে ৫০ ভাগ টিকা দেওয়া হয়েছে চারটি জেলায়। ৫০ থেকে ৬০ ভাগ চারটি, ৬০ থেকে ৭০ ভাগ সাতটি, ৭০ থেকে ৮০ ভাগ ছয়টি, ৮০ থেকে ৯০ ভাগ চারটি এবং ৯০ ভাগের বেশি টিকা দেওয়া হয়েছে দুটি জেলায়।

তিনি আরও বলেন, জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে। এর মধ্যে ৩৯৭ উপজেলায় ১৫ জানুয়ারি, তিন উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬ উপজেলায় ২০ জানুয়ারি, ১৫ উপজেলায় ২২ জানুয়ারি, ৩৫ উপজেলায় ২৫ জানুয়ারি এবং ১১ উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকাদান সম্পন্ন করতে হবে।