বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের জন্য ঢাবিতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


ঢাবি টাইমস | Published: 2019-10-30 10:05:33 BdST | Updated: 2024-05-03 19:44:45 BdST

‘আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গতকাল ২৮ অক্টোবর ২০১৯ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়রা সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।।

ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর এর তত্ত্বাবধানে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা টিমকে ডাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ডাকসু’র সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ও ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।