জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো ঢাকা অ্যাটাক ও পুত্র


Dhaka | Published: 2019-11-08 04:48:10 BdST | Updated: 2024-05-03 20:41:57 BdST

একসঙ্গে দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার, যেখানে ‘ঢাকা অ্যাটাক’ ২০১৭ সালের জন্য এবং একটি অটিস্টিক শিশুর বেড়ে ওঠা নিয়ে নির্মিত ‘পুত্র’ ২০১৮ সালের সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘সত্তা’ সিনেমায় অভিনয়ের জন্য শাকিব খান এবং ‘ঢাকা অ্যাটাক’ এর আরিফিন শুভ যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন।

আর ‘হালদা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ২০১৭ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা

২০১৮ সালের সেরা সিনেমা ‘পুত্রে’ অভিনয়ের জন্য ফেরদৌস এবং ‘জান্নাত’ সিনেমার জন্য সাইমন সাদিককে যৌথভাবে সেবা অভিনেতার পুরস্কার দেওয়া হচ্ছে।

‘দেবী’ চলচ্চিত্রের জন্য জয়া আহসান পাচ্ছেন ২০১৮ সালের সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার।

পুরস্কার জয়ের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইমন গ্লিটজকে বলেন, “এটা আমার জীবনের সেরা অর্জন।”