বিশ্ববিদ্যালয়ের ভিপি পদে তৌসিফের প্রতিদ্বন্দী সাফা!


ঢাকা | Published: 2021-01-26 00:36:22 BdST | Updated: 2024-04-25 02:46:09 BdST

বিশ্ববিদ্যালয়ের ভিপি তৌসিফ মাহবুব। ক্যাম্পাসে তার ব্যাপক দাপট। কারণ, এর আগে তৌসিফের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন সাফা কবির। নির্বাচনে দুজনে পাল্টাপাল্টি বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হলো নাটক ‘রাজনীতি’। যেখানে তাদের রাজনীতি করতে দেখা যাবে।

তৌসিফ-সাফাকে নিয়ে ‘রাজনীতি’ নাটকটি নির্মাণ করেছেন সজীব খান। গল্প চিত্রনাট্য তারই। পরিচালক বলেন, নির্বাচন ঘিরে তৌসিফ-সাফা দুই গ্রুপের মধ্যে প্রচণ্ড কোন্দল দেখা যাবে। কিন্তু একটা সময় এমন ঘটনা দেখা যাবে, যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। গত সপ্তাহে দুদিন শুটিংয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করেছি।

পরিচালক বলেন, অনেকদিন পর তৌসিফ-সাফাকে নিয়ে কাজ করলাম। দুজনেই ‘মাই ডিয়ার’ টাইপের। তাদের অ্যাফোর্ড ছিল অনেক বেশি। তৌসিফ দীর্ঘদিন ধরে কাজটার অপেক্ষা করছিলেন। অনেক আগে থেকে কাজটি নিয়ে পরিকল্পনা করছিলাম। সময় নিয়ে ভেবে চিনতে করেছি। দুজনেই চরিত্র দারুণভাবে ফুটিয়েছেন।

নির্মাতা সজীব খান মনে করেন, তৌসিফ-সাফাকে ‘রাজনীতি’ নাটকের মাধ্যমে দর্শক অন্যরকমভাবে পাবেন।

জানা যায়, ‘রাজনীতি’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এবং পরবর্তীতে ইউটিউবে পাওয়া যাবে।