মনে হতো বেঁচে থেকে লাভ নেই আমার: দীপিকা


Dhaka | Published: 2021-09-11 22:59:14 BdST | Updated: 2024-04-25 14:45:08 BdST

‘কৌন বনেগা ক্রোড়পতি-১৩’ শোয়ের একটি পর্ব চলাকালে অমিতাভ বচ্চনের একটি প্রশ্নের জবাবে নিজের মানসিক অবসাদের কথা সরাসরি তুলে ধরেন বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন। সেই পর্বে তার সাথে অতিথি ছিলেন পরিচালক ফারাহ খান।

জনপ্রিয় অভিনেত্রী দীপিকা জানান, ২০১৪ সালে তিনি তীব্র মানসিক অবসাদে ভুগেছিলেন। সেই সময় তার কাজ করতে যেতে ভালো লাগতো না। কারো সঙ্গে দেখা করতে চাইতেন না। বাড়ির বাইরে বের হতেন না। খবর হিন্দুস্তান টাইমসের।

দীপিকা আরও বলেন, সেই সময় বহুবার মনে হয়েছে বেঁচে থেকে কোনো লাভ নেই। বেঁচে থাকতেই আর ইচ্ছে করত না।

এ সময় অমিতাভ বলে ওঠেন, তিনি প্রার্থনা করবেন ওই রকম সময় যেন দীপিকার জীবনে আর ফিরে না আসে।