
সাত বছর বিরতির পর আবারও শুরু হচ্ছে ‘লাক্স সুপারস্টার’। ২০০৫ সালে যাত্রা শুরু করার পর কয়েক বছর টানা অনুষ্ঠিত হলেও ২০১০ সালের পর প্রতিযোগিতাটিতে আসে ছন্দপতন। এক বছর বিরতির পর ২০১২ সালে আবার ফিরে আসে, তবে তা ছিল ক্ষণস্থায়ী।
২০১৪ সালে অনুষ্ঠিত হলেও এরপর চার বছর বন্ধ থাকে। সর্বশেষ ২০১৮ সালের আয়োজনে বিজয়ী হয়েছিলেন মিম মানতাসা। এরপর বন্ধ হয়ে যায় এই আয়োজন।
লম্বা বিরতির পর ২০২৫ সালে আবারও আয়োজন করা হচ্ছে ‘লাক্স সুপারস্টার’। ৬ মে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীরা অংশ নিতে পারবেন এই রিয়্যালিটি শোয়ে।
আবেদন করতে হবে লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে প্রকাশিত রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে।
এবারের প্রতিযোগিতার ফরম্যাটে এসেছে পরিবর্তন। আগের মতো শুধু অভিনয় বা স্টাইলিং নয়, এবার যোগ হয়েছে কনটেন্ট মেকিংয়ের মতো সমসাময়িক একটি বিভাগ।
বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। প্রচারএ নিচ্ছেন বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলা।