‘হেরা ফেরি’ সিনেমায় নেই কেন, ক্ষতিপূরণ চেয়ে বাবু ভাইকে নোটিশ অক্ষয়ের


ডেস্ক নিউজ | Published: 2025-05-21 12:51:27 BdST | Updated: 2025-06-14 07:57:53 BdST

‘হেরা ফেরি’ সিনেমার কথা মনে এলেই যে তিনজনের মুখ মনে পড়ে, তাঁরা হলেন অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল। এই ত্রয়ীকে আরও একবার বড় পর্দায় দেখা যাবে—এই ঘোষণার পরই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন দর্শকরা। সবকিছু মোটামুটি চূড়ান্ত ছিল। ‘হেরা ফেরি ৩’র জন্য চুক্তিস্বাক্ষর করে ফেলেছিলেন অভিনেতারাও। কিন্তু হঠাৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন পরেশ রাওয়াল। এই কথা শুনে রীতিমতো অবাক ভক্তরা!

তবে পরেশ এই কথা বললেও অভিনেতার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন অক্ষয় কুমার। চুক্তিবদ্ধ হওয়ার পরেও বিনাকারণে তিনি ছবি থেকে সরে দাঁড়াতে পারেন না—এমন অপেশাদার কাজ করায় অক্ষয়ের প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মস’ অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছে।

এমনকি মামলা দায়ের করারও সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়। শুধু তাই নয়, ছবি থেকে সরে দাঁড়ানোর জন্য প্রযোজকের যে পরিমাণ অর্থ অপচয় হয়েছে, মামলা চললে সেই অর্থের ক্ষতিপূরণ দিতে হতে পারে পরেশ রাওয়ালকে।

এই প্রসঙ্গে ছবির নির্মাতা প্রিয়দর্শন বলেন, ‘পরেশ আমাকে কিছুই জানাননি। তবে এখানে আমার হারানোর কিছুই নেই। অক্ষয়ের রেগে যাওয়ার কারণ অক্ষয় এই সিনেমায় টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু আমি এটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরেশ একবার আমার সঙ্গে কথা বলতে পারতেন।’

প্রিয়দর্শনের মতো গোটা ব্যাপারে বিস্মিত সুনীল শেঠিও। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। কারও সাথে কোনো কথা হয়নি আমার। আমি একবার ভেবেছিলাম পরেশকে মেসেজ দিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করব পরে সামনাসামনি আলোচনা করব।’

সিনেমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন সুনীল বলেন, ‘এটা সত্যিই খুব বাজে পরিস্থিতি। আমরা সিনেমাটির মাঝামাঝি একটা সময় এসে দাঁড়িয়েছি, এখন যদি কেউ ছবি ছেড়ে চলে যায় তাহলে এটা সবার জন্যই বড় ধাক্কা হয়ে যাবে। আমি তো কিছুই জানতাম না, আমার মেয়ে আমাকে প্রথম খবর দেয়।’

যদিও পরেশ জানান, তিনি এই ছবির অংশ হতে চাইছেন না, তাই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালক বা অন্যান্য অভিনেতাদের সঙ্গে কোনো বিরোধ তৈরি হয়নি তাঁর।