ঈদে আসছে নাদিমের নতুন গান ‘দূরে বহু দূরে’


বিনোদন ডেস্ক | Published: 2025-06-02 23:26:33 BdST | Updated: 2025-07-12 05:48:45 BdST

‘মা’ গানের পর এবারও ঈদে আসছে সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহাদাত হোসেন নাদিমের নতুন গান। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশ হতে যাচ্ছে তাঁর নতুন মৌলিক গান ‘দূরে বহু দূরে’। ব্যতিক্রমধর্মী এ গান লিখেছেন ও সুর করেছেন সংগীতশিল্পী রেজা করিম এবং নাদিম। এই গানের সংগীত আয়োজন করেছেন আরেক সংগীত পরিচালক জুয়েল মাহমুদ।

দীর্ঘদিন থেকে সংগীত চর্চা করে আসছেন নাদিম। সম্প্রতি ‘ওভারডোজ বাই নাদিম’ ব্যান্ডের মাধ্যমে নতুন করে সংগীতে যাত্রা শুরু করেছেন এই প্রতিভাবান এই শিল্পী। মৌলিক গান এবং নাটকের আবহ সংগীতের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত ঈদুল ফিতরে ‘মা’ শিরোনামে একটি মৌলিক গান প্রকাশ করেন তিনি। ঈদকে ঘিরে শ্রোতাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসার পরিকল্পনা তার আগে থেকেই। তারই ফল এই নতুন গান ‘দূরে বহুদূরে’।

গানের বিষয়ে জানতে চাইলে শিল্পী নাদিম বলেন, ‘‘আমার জগতটা গান ঘিরেই। আমি চেষ্টা করি আমার শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। ‘দূরে বহু দূরে’ গানটি এমনভাবে তৈরি করেছি যেন শ্রোতারা এটি শুধু শুনেই নয়, বরং মনেও রাখবেন অনেক দিন।’’

নাদিম বলেন, ‘‘গানের ক্যারিয়ারে সবচেয়ে বড় মোড় আসে যখন ‘পাগলের সুখ মনে মনে নাটকের জন্য করা ‘আমি মরে যাবার পর’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়।’’

সংগীত পরিচালক জুয়েল মাহমুদ, সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম এবং গীতিকার ও সুরকার রেজা করিম (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত
সংগীত পরিচালক জুয়েল মাহমুদ, সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম এবং গীতিকার ও সুরকার রেজা করিম (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

সেই অভিজ্ঞতা স্মরণ করে নাদিম বলেন, ‘এই গানটি যে এতটা জনপ্রিয়তা পাবে, তা ভাবতেও পারিনি। এখান থেকেই আমি আত্মবিশ্বাস পাই নিজেকে একজন মিউজিক কম্পোজার ও সংগীতশিল্পী হিসেবে চিনে নেওয়ার। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিন্তু এই গান দিয়েই মূল রেজাল্টটা হাতে পাই।’

‘দূরে বহু দূরে’ গানটি রোমান্টিক, আবেগময় ও হৃদয়ছোঁয়া কথার সমন্বয়ে নির্মিত হয়েছে। আসছে ঈদে গানটি মুক্তি পেলে এটি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে প্রত্যাশা করছেন শিল্পী।

গানটির গীতিকার রেজা করিম বলেন, ‘‘দূরে বহু দূরে’ শিরোনামে নতুন গান আসছে, এটা অবশ্যই আনন্দের বিষয়। আর আমার জন্য খবরটা আরও বেশি আনন্দের এ জন্য যে, এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল। অন্যদিকে নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। আসলে এই গানের মধ্য দিয়ে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সে সেটা পেরেছে। আমি তার এই চেষ্টায় সামান্য সহযোগিতা করার সুযোগ পেয়েছি। ‘দূরে বহু দূরে' গানে শ্রোতারা অন্য এক নাদিমকে শুনবেন বলে আমার বিশ্বাস।’’

এ নিয়ে গানটির সংগীত পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘গানটি প্রথমবার শুনেই বুঝে ফেলি, এটি আমার জন্য চ্যালেঞ্জিং কাজ হতে যাচ্ছে। কারণ, এই সময়ে এই ধরনের কাজ খুব একটা হয় না। সম্পূর্ণ ক্ল্যাসিক ঘরানার গানের কথা ও সুরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি সঙ্গীত আয়োজনের ক্ষেত্রে। এ ধরনের একটি কাজ এই প্রথমবার করতে হয়েছে বলে কিছুটা বেগ পেতে হয়েছে অবশ্যই। কারণ, গানটিতে কোনো লুপ ব্যবহার করা হয়নি।

গানটির বিষয়ে জুয়েল মাহমুদ বলনে, ‘‘সবকিছু মিলিয়ে ‘দূরে বহু দূর’ গানটি এমন একটি সৃষ্টি যে এ ধরনের সৃষ্টি বেঁচে থাকে অনেকদিন। যে গানগুলো শ্রোতারা মাঝে মাঝেই শুনতে পছন্দ করে, এটি সে ধরনের একটি গান হয়েছে। আশা করি গানটি বহুদূর পৌঁছাবে এবং অনেকদিন ধরে বেঁচে থাকবে।’

জুয়েল মাহমুদ বলেন, ‘‘গানটির সঙ্গীত পরিচালক হিসেবে আমি আনন্দিত। আমার ক্যারিয়ারে এক ভিন্ন মাত্রা যোগ করলো ‘দূরে বহু দূরে’ গানটি।’’