
ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে নানা আয়োজন। দেখে নেওয়া যাক কী থাকছে হইচই, চরকি, বঙ্গ, দীপ্ত প্লে ও আইস্ক্রিনের পর্দায়—
হইচইয়ে ‘বোহেমিয়ান ঘোড়া’
ট্রাকচালক আব্বাস একজন প্রেমিক মানুষ। নানা জেলায় নানা পরিস্থিতিতে পড়ে ৭টা বিয়ে করেছেন। কোনো বউই একে অপরের ব্যাপারে জানেন না! কমেডি, রহস্য ও মানবিক গল্পে সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এই সিরিজের পর্ব সংখ্যা ৭টি। মূল চরিত্র আব্বাসের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যদিকে, বিভিন্ন চরিত্রে রয়েছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবেনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি। সিরিজটির গল্প লিখেছেন মো. আলম ভুঁইয়া, বিধান চন্দ্র দাস ও অমিতাভ রেজা চৌধুরী।
চরকিতে চার সিনেমা
গত রোজা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। এবার চরকির ঈদ আয়োজন ‘বিরাট গুরুর হাট’-এ থাকছে সাড়া জাগানো এই ৪টি সিনেমা।
বঙ্গতে ‘ব্যাচেলর পয়েন্ট’
একটি ছোট বাসা, চার-পাঁচজন মানুষ। সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছিল কিন্তু সময় ওদের করে তুলেছিল পরিবারের মতো। প্রেমে পড়েছে, প্রেমে হারিয়েছে। তবু হেসেছে, কেঁদেছে, একসঙ্গে বেঁচেছে। এভাবেই তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনের হাস্যরস নিয়ে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে। নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন কোরবানি ঈদের দিন মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’ এর ৮টি পর্ব। নতুন সিজনের এই পর্বগুলো বঙ্গ অ্যাপে দেখতে ৪০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। এরপর প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার একইভাবে আরও ৮টি পর্ব উন্মুক্ত হবে।
আইস্ক্রিনে দুই সিনেমা, এক সিরিজ
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে দুটি সিনেমা এবং একটি সিরিজ। ডার্ক কমেডি থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। খালি বাসায় পার্টি করতে গিয়ে বিপদে পড়ে কয়েক বন্ধু। রিয়াদ মাহমুদের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামিমা লাম, শরীফ সিরাজ প্রমুখ। এরপরই আছে তৌফিক-ই-এলাহীর ‘নীলপদ্ম’। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। অন্যদিকে স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প দেখা যাবে তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’তে। এই সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ে রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ।
দীপ্ত প্লেতে ‘হাইড এন সিক’
ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই অ্যাক্সিডেন্ট হয় রাশা নামে এক তরুণীর। কেউ কেউ বলে রাশা আসলে করতে চেয়েছে আত্মহত্যা। কারণ ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক। সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। নাদিয়া বুঝতে পারে যা চোখের সামনে দেখা যাচ্ছে তার চেয়েও বড় কোনো ঘটনা ঘটছে ভেতরে ভেতরে। লুকোচুরি খেলছে আশপাশের প্রতিটি চরিত্র। থ্রিলারধর্মী এ গল্প নিয়ে দীপ্ত প্লেতে মুক্তি পেল ‘হাইড এন সিক’। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, রুকাইয়া জাহান চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক।