'ক্ষণস্থায়ী জিনিস নিয়ে আক্ষেপ করে বোকারা'


ঢাকা | Published: 2021-04-01 19:57:21 BdST | Updated: 2024-04-20 12:43:36 BdST

যাকে আজকে সো হট, অতিরক্তি আবেদনময়ী, উফফফ! ওয়াও! ও এম জি! মনে হচ্ছে সেও একদিন বুড়ি হবে, বক্ষদেশের মানচিত্রে পরিবর্তন আসবে ইসরাইলের মতো। কৃষ্ণকায় চুলে তৈরি হবে মধ্যপ্রাচ্যের মতো সংকট, তার স্লিম এন্ড ফিটনেস হয়ে যাবে ঢাকাইয়া লোকাল বাসের মতো। তার দিকে কেউ ফিরেও তাকাবে না। এটাই জগতের নিষ্ঠুর নিয়ম।

যে আপনার ফোন রিসিভ করেই বলে, "বিজি আছি একটু পরে কথা বলি কিংবা পরে ফোন দিও!" সেই একই মানুষটিই কারো না কারো সাথে মিনিটের পর মিনিট কথা বলে!

মেসেঞ্জারে সাধারণ একটা প্রশ্নের উত্তর দিতে যে মানুষটা কয়েকদিন সময় নেয়; সেই একই মানুষটাই দেখবেন মেসেঞ্জারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কারো নামের পাশের একটা সবুজ সিগনেলের জন্য কিংবা সিম্পল একটা 'হ্যালোর' জন্য।

জীবন এমনই। এটা প্রায়োরিটি লিস্টের উপর নির্ভর করে। যারা আপনার সাথে এমন করে। বিশ্বাস রাখুন, এটা যতোট না কর্মব্যস্ততা তার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি লিস্টের ব্যাপার। তাঁদের প্রায়োরিটি লিস্টে আপনার অবস্থান অনেক নিচে।

জগতে আপনি কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেললে তাঁর কাছে গুরুত্বহীন হয়ে পড়বেন। কাউকে আপনি অতিরিক্ত ভালোবেসে ফেললে সে আপনার অতিরিক্ত ভালোবাসায় বিরক্ত হয়ে বলবে, ধুর ছাই! অতিরিক্ত ভালোবাসা, অনুভূতি কিংবা আবেগ কোনটাই ভালো না। পরিমিত ভালোবাসুন। পরিমিত অনুভূতিতে সিক্ত হন।

যারা রোজ তিনবেলা ইলিশ খায়, বিফ খায় তারাও এসবে একদিন বিরক্ত হয়। যে সমুদ্র দেখার জন্য আপনি আমি হা হুতাশ করি, এই সমুদ্রের পাশে যে ছেলেটা ফুচকা বিক্রি করে তার কাছে সমুদ্রের সৌন্দর্যের চেয়ে ফুচকা বিক্রির টাকার সৌন্দর্য অনেক বেশি, অনেক বেশি। যেকোন সুন্দর জিনিসই বেশিক্ষণ অবলোকন করলে সেটি আর সুন্দর থাকে না।

ভাবছেন, আই ফোনের লেটেস্ট ভার্সন টা পেলে আপনি খুশি হতেন; বিশ্বাস করুন, একটা পর্যায়ে এসে এটা আর আপনার ভালো লাগবে না। নতুন কিছু চাইবেন, জীবন এমনই- একটা অভাব পূরণ হলে আরেকটা অভাব তৈরি হয়। আর এই পাওয়ার স্বপ্ন কিংবা বোধটাই আমাদের পৃথিবীতে বাঁচিয়ে রাখে।

যে সুদর্শনার জন্য আপনি আমি কাঁদছি সেই সুদর্শনারও একদিন চামড়া ঝুলে যাবে, দাঁত পরে যাবে। জৈন ধর্মের তীর্থঙ্কর মহাবীর বলেছেন, "ক্ষণস্থায়ী জিনিস নিয়ে আক্ষেপ করে বোকারা।"

আর আক্ষেপ বাঁড়াতে চাই না; স্বপ্ন নিয়ে বাঁচি এতেই সুখ। পাই আর না পাই। চলুন না, হেসে হেসে বাঁচি।

(অর্ডার অফ প্রিসিডেন্স)
~শাহরিয়ার প্রামাণিক।