জিএসকে নিয়ে এলো ‘সেনসোডাইন টুথ সেনসিটিভিটি টেস্ট’


টাইমস ডেস্ক | Published: 2017-11-05 21:10:26 BdST | Updated: 2024-04-20 14:12:46 BdST

গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড নিয়ে এলো ‘সেনসোডাইন টুথ সেনসিটিভিটি টেস্ট’, যেখানে মানুষ ঠান্ডা পানি পানের মাধ্যমে দাঁতের সেনসিটিভিটি পরীক্ষায় অংশ নিতে পারবে।

সেনসিটিভ দাঁতের জন্য বিশ্বের ১ নম্বর সেলিং টুথপেস্ট সেনসোডাইন কর্তৃক দাঁতের সেনসিটিভিটির কারণ এবং প্রতিকার সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদানের মাধ্যমে এ বিষয়ে সচেতনতা বাড়ানোই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

পরীক্ষাটি করানোর জন্য জিএসকে ঢাকা ও চট্টগ্রাম শহরের শপিং মল, হাসপাতাল, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এবং কর্পোরেট হাউসগুলোতে বুথ স্থাপন করেছে। যারা বুথে আসবে তাদেরকে ঠান্ডা পানি পান করানোর মাধ্যমে দাঁতে সেনসিটিভিটি আছে কী না তা পরীক্ষা করে দেখা হবে।

পরবর্তীতে তাদেরকে দাঁতের সেনসিটিভিটির কারণ সম্পর্কে জানানো হবে এবং এ সমস্যা থেকে সেনসোডাইন ব্যবহারের মাধ্যমে কীভাবে পরিত্রাণ পাওয়া যাবে সে সম্পর্কেও জানানো হবে।

এসজে/ ০৫ নভেম্বর ২০১৭