এসএসসি’র তিন ভুয়া পরীক্ষার্থীর কারাদণ্ড


টাইমস ডেস্ক | Published: 2020-02-08 09:33:48 BdST | Updated: 2024-05-03 08:59:33 BdST

পটুয়াখালীর কুয়াকাটায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে পরীক্ষা দেয়ার সময় তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের তিনজনকে এক বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ রায়।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) কলাপাড়া উপজেলার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়ার সময় এই তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

সকাল ৯টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির প্রথম বর্ষের গণিত পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার আগমুহূর্তে পরীক্ষার্থীদের উপস্থিতিতি স্বাক্ষর নেয়ার সময় দেখা যায়, মো. ওলিউল্লাহর পরিবর্তে মো. আবুল বাসার পরীক্ষা দিয়েছে, তাদের দুজনের বাড়ি পটুয়াখালী। নুরজাহান বেগমের পরিবর্তে ফাহিমা বেগম পরীক্ষা দিয়েছে, তাদের বাড়ি কলাপাড়া উপজেলার ধুলস্বর ইউনিয়নে এবং সাইফুদ্দীন আল-মামুনের পরিবর্তে মো. ফারুক হোসেন পরীক্ষা দিয়েছে, তাদের বাড়ি মহিপুর থানায়। এই তিন জন পরীক্ষা দেয়ার সময় তাদের স্বাক্ষরসহ ছবির কোন মিল ছিল না।

পরে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের পরীক্ষার তদারকির দায়িত্ব প্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাদেরকে পরীক্ষা বন্ধ করে দিয়ে তাদের পরিচয় জানতে চান। এ সময় তাদের পরিচয়ের সাথে ওই তিন পরিক্ষার্থীর কোন মিল না থাকায় তিনি কলাপাড়া উপজেলা ভূমি কর্মকর্তা অনুপ রায়কে বিষয়টি অবহিত করেন। ভুয়া পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেয়ার কারণে তাদের তিন জনকে একবছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট অনুপ রায়।

কেন্দ্র সচিব ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান জানান, একজনের পরীক্ষা অন্য জনের মাধ্যমে দেয়ার চেষ্টা করায় আমরা তাদের হাতেনাতে ধরতে পারি এবং ওই তিন শিক্ষার্থী বডি পরিবর্তন করে অন্য কাউকে পাঠানোর জন্য তাদের এই পরীক্ষা থেকে আমরা বহিষ্কার করার সিদ্ধান্ত নিই।

গত মাসের ২৪ তারিখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের পরীক্ষা শুরু হয়।

এসকে/ ০৭ ফেব্রুয়ারি ২০২০