এসব মামলা আমাদের চরিত্র হনন করার ষড়যন্ত্র: নুর


টাইমস ডেস্ক | Published: 2020-09-22 01:10:07 BdST | Updated: 2024-04-24 19:18:05 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতাকারী হিসেবে মামলা হয়েছে। আর এ বিষয়ে ভিপি নুর বলেছেন, "এসব মামলা মূলত আমাদের চরিত্র হনন করার ষড়যন্ত্র। এসব মামলায় আমরা বিচলিত নই। দেশবাসী সবকিছু বোঝেন এবং জানেন। মামলা দায়েরকারীকে আমি চিনি না।"

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভিপি নুর ফেসবুক লাইভে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।

লাইভে নূর বলেন, আমার বিরুদ্ধে কোনো মেয়ে লালবাগ থানা নাকি লালবাগ কেল্লায় মামলা করেছে, এগুলো আমি জানি না। বিশেষ করে আমাদের নামে এর আগেও অনেক মামলা রয়েছে। এইসব স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি সেখানে মামলা হবে না, এটা অস্বাভাবিক। মামলা শতাধিক হবে।

কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা এই ছাত্রনেতা বলেন, আমার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। চুরির মামলা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলাও হয়েছে। এসব মামলা করে লাভ নেই। আমি মামলা-হামলার ভয় পাই না। জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার লড়াই চলবেই। মনে রাখতে হবে- এই দিন দিন নয়, আরও দিন আছে।

তিনি আরো বলেন, বিএনপিকেই দেখেন, তারা তো একটি বড় দল তাদেরও শতাধিক মামলা রয়েছে। তাহলে ভিপি নূর আর কি? তার বিরুদ্ধেও মামলা হবে। ছাত্রলীগের নেতাকর্মীরা মামলা করেছে, তাও আবার চুরির মামলা! ভিপি নূর চুরি করেছে! মামলা করছে করবে, হামলা করছে করবে, এসব নিয়েই আমাদের চলতে হবে।

মামলার বিষয়ে লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দীন জানান, রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গত ৩ জানুয়ারি ১০৪, নবাবগঞ্জ রোডের একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। মামলার এজাহারে ৬ জনকে আসামি করা হলেও ধর্ষণকাণ্ডে ডাকসু ভিপি একাই জড়িত ছিলেন বলে দাবি ওই শিক্ষার্থীর।