রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রধানের অপসারণ স্থগিত


Desk report | Published: 2022-02-01 08:44:06 BdST | Updated: 2024-04-27 14:21:02 BdST

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের শিক্ষক জনি পারভীনকে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে কর্তৃপক্ষের দেয়া আদেশ স্থগিত করেছে হাইকোর্ট।

একইসঙ্গে তার স্থলে অন্য আরেকজনকে বিভাগীয় প্রধান ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

পাশাপাশি জনি পারভীনের দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে জনি পারভীন রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যোতির্ময় বড়ুয়া।

পরে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, জনি পারভীনকে অপসারণের আদেশ স্থগিতের পাশাপাশি শরীফুল ইসলামকে বিভাগীয় প্রধান নিয়োগ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো ভিসি, রেজিস্ট্রার, ডিনসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জনি পারভীনকে অর্থনীতির বিভাগীয় প্রধান পদ থেকে গত ২৩ জানুয়ারি অপসারণ করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওই আদেশ চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনের শুনানি নিয়ে অপসারণ আদেশ স্থগিত ও তাকে অপসারণ আদেশ এবং শরিফুল ইসলামকে ওই বিভাগের প্রধান পদে নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।