স্মার্ট ব্যক্তিত্বে দায়িত্বশীল পুরুষ


ঢাকা | Published: 2021-01-22 16:29:36 BdST | Updated: 2024-04-23 23:56:16 BdST

কাজের মধ্যদিয়ে নিজের ব্যক্তিত্বকে প্রকাশকারী দায়িত্বশীল পুরুষকে পছন্দ করেন সবাই। এক্ষেত্রে কেবল আকর্ষণীয়ই নয়, এমন পুরুষ ঘরে-বাইরে সবখানেই সমাদর পান বেশ। তবে একজন ভালো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হলে তার আচার-আচরণ, ভাষার প্রয়োগসহ অন্যান্য অনেক বিষয় নিয়েও ভাবতে হয়। অবশ্য একদিনেই সব গুণ অর্জন সম্ভব নয়। তবে চাইলে ধীরে ধীরে নিজেকে বদলে ফেলা যায়। এজন্য প্রয়োজন নিয়মিত চর্চার। তাহলেই একজন পুরুষ তার সঙ্গী বা পরিবারের সদস্যই নয়, পরিচিত-অপরিচিত মহলেও হয়ে উঠতে পারেন আকর্ষণীয়। প্রকাশিত হয় তার স্মার্ট ব্যক্তিত্বের। রইল কিছু টিপস।

মার্জিত আচরণ
একজন পুরুষের আচার-আচরণই তার চরিত্রের অনেকখানিই প্রকাশ করে দেয়। ফুটে ওঠে তার ব্যক্তিত্ব। এক্ষেত্রে গ্রহণীয় হলো মার্জিত আচরণ। যা সবার কাছেই আকর্ষণীয়। সমাজে নিজের চাইতে নিচু অবস্থানের মানুষ ভেবে কারো সাথে খারাপ ব্যবহার করা ব্যক্তিত্বসম্পন্ন পুরুষের লক্ষণ নয়। একজন মানুষ তিনি যেই হোক না কেন, তিনি যা-ই করুন না কেন তার প্রতি মার্জিত আচরণ আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে।

অন্যকে সম্মান
মানুষকে তার প্রাপ্য সম্মান দেয়ার মানে এই নয় যে আপনি ছোট হয়ে যাচ্ছেন। একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ মানুষ হিসেবে সবাইকে সম্মান দিতে শিখুন। আশেপাশের সবাইকে সম্মান করুন একজন মানুষ হিসাবে, সে হতে পারে একজন রিকশাচালক, হোটেলবয় কিংবা দোকানি। একবার ভাবুন, সবাই কিন্তু যে যার অবস্থানে আছেন, আর সবার সঙ্গেই যেহেতু আপনার যোগাযোগ করতেই হবে, তাই সবাইকে তার কাজের জন্য সম্মান করতে হবে। আর তাছাড়া তারাও সবাইতো মানুষ। শুধুমাত্র নিজের প্রিয়জনদের সামনে ভালো সাজা নয়, মন থেকে সব সময় সর্বশ্রেণীর মানুষকে সম্মান দেয়া একজন ভালো ব্যক্তিত্বসম্পন্ন পুরুষের লক্ষণ।

সম্পর্কে দায়িত্ববান
পুরুষের মধ্যে সম্পর্ক নিয়ে খেলা করার প্রবণতা একটু বেশিই দেখা যায়। যিনি সম্পর্ক নিয়ে একটু বেশি খেলা করেন, আপাতদৃষ্টিতে তিনি বন্ধুমহলে হিরো হিসেবে গণ্য হলেও এর ভেতরে রয়েছে এক ধরনের নেতিবাচক প্রভাব, যা একসময় নিজেরই বিপদ ডেকে আনতে পারে। আবার অনেক সময় দেখা যায়, সম্পর্কের ব্যাপারে একটু বেশি দায়িত্ববান হলে এই বন্ধুরাই খোঁচা দিয়ে যান। অর্থাৎ সম্পর্ক গড়ার ক্ষেত্রেও আপনি অন্যের দ্বারা প্রভাবিত হচ্ছেন। এবারে একটু ভেবে দেখুন, একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ কেন অন্যেও কথায় প্রভাবিত হবে! তাই অন্যেও কথায় কান দেবেন না মোটেই। আর সম্পর্কেও ক্ষেত্রে অনেকগুলো নয়, দায়িত্বেও সঙ্গে একটি সম্পর্কই আপনাকে ব্যক্তিত্বসম্পন্ন কওে তুলবে। শুধু প্রেম-ভালোবাসাই নয়, পরিবার, আত্মীয় বা বন্ধুত্বেও ব্যাপারেও একইভাবে দায়িত্ববান হতে হবে। যা আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে।

পরিশীলিত ভাষা
জনসম্মুখে অশালীন ভাষার ব্যবহার একজন পুরুষের ব্যক্তিত্ব পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সবসময় পরিশীলিত ভাষা ব্যবহার করুন। একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ হিসেবে অশালীন ভাষা বর্জন করতেই হবে। কেননা, যার সঙ্গেই আপনি অশালীন ভাষা ব্যবহার করুন না কেন, আশপাশের মানুষজনও কিন্তু এতে আপনাকে মেপে নেন। তারা কিন্তু আপনার সম্পর্কে তাদের মতো করেই ভেবে নেন। তাই সচেতন থাকুন। যখনই অশালীন ভাষা বের হতে যাবে, মন থেকে বাধা দিন। প্রসঙ্গ বদলে ফেলুন। মার্জিত ভাষায় বিনয়ের সঙ্গে কথা বলা পুরুষ হিসেবে অনেক বেশি স্মার্ট করে পরিবেশন করুন নিজেকে। কিছুদিন চর্চায় দারুণ ফল পাবেন।

কর্মক্ষেত্রে সফল
নিজের কর্মক্ষেত্রে একজন সফল মানুষকে বরাবরই ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে ধরে নেয়া হয়। আসল কথা হলো আপনি যখন নিজের কর্মক্ষেত্রে বেশ সফলতার সাথে কাজ করে নিজেকে সফল হিসেবে পাবেন, তখন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। আর আত্মবিশ্বাসের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক বেশ পুরোনো। আত্মবিশ্বাস একজন মানুষকে ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে সাহায্য করে।

পোশাক নির্বাচন
পোশাকের মাধ্যমে আপনি নিজেকে অনেক ভালো ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবেন। শুধুমাত্র নিজের বুদ্ধি খাটিয়ে নিজের জীবনের সাথে তাল মিলিয়ে পোশাক নির্বাচন করুন। আপনার নিজের ব্যক্তিত্বের সাথে যায় এবং আপনার পারিপার্শ্বিক সব কিছুর সাথে মিল রেখে পোশাকের মাধ্যমেই নিজেকে উপস্থাপন করুন একজন ব্যক্তিত্বপূর্ণ পুরুষ হিসেবে।

অন্ধ অনুকরণ নয়
আপনার ব্যক্তিত্ব, আচার আচরণ, সামাজিক অবস্থান অন্য একজন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। আপনি অন্য একজনকে অনুসরণ করে কখনোই নিজেকে একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে উপস্থাপন করতে পারবেন না। অন্য একজনকে অন্ধভাবে অনুকরণ করে আপনি নিজেকে একজন হাসির পাত্র হিসেবেও পরিচিতি পেতে পারেন। তাই নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান। ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য করতে শিখুন। নিজেকে নিজের মত করেই উপস্থাপন করুন। এতেই আপনি হয়ে উঠবেন একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ। মনের ভেতরটা পরিষ্কার রাখুন। আপনি যা, তাই উপস্থাপন করুন আত্মবিশ্বাসের সাথে। তাহলেই আপনি হয়ে উঠবেন আকর্ষণীয়, আদরণীয়।