এ বছর কলকাতা বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে


ঢাকা | Published: 2021-02-06 19:08:27 BdST | Updated: 2024-04-18 19:18:32 BdST

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। ২০২১ ​​বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনেরও বছর।

প্রতিবছর লক্ষ লক্ষ পাঠক এ মেলায় যোগ দেয়। তবে করোনার জন্য এবার মেলার আয়োজন বিলম্বিত হয়েছে। জানুয়ারীর শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুর দিকেই সাধারণত আয়োজন করা হলেও এ বছরের জুলাই পর্যন্ত উৎসবটি স্থগিত করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

গিল্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতার স্বর্ণজয়ন্তী বর্ষকে উৎসর্গ করা হবে।"

ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এ ঘোষণার সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, "২০২১ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এবং কোভিড-১৯ এর এই ক্রান্তিকালেও বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে নির্বাচন করায় আমরা তাদের কৃতজ্ঞতা জানাই।"

তিনি আরও উল্লেখ করেন যে, এ উপলক্ষটি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকেও নির্দেশ করে। ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ থেকে আরও বেশি করে প্রকাশকদের এ আয়োজনে সুযোগ করে দেবার জন্য আয়োজকদের কাছে অনুরোধ জানান। গত বছর বাংলাদেশ থেকে প্রায় ৪০ জন প্রকাশক এ বইমেলায় অংশগ্রহণ করেছিলেন বলেও তিনি জানান।