কামিল প্রথম ও দ্বিতীয় পর্বের ফল প্রকাশ


টাইমস প্রতিবেদক | Published: 2018-10-04 09:31:00 BdST | Updated: 2024-04-25 05:26:36 BdST

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশ করা হয়েছে। প্রথম পর্বে উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ১৫৭ জন। পাসের হার ৯২ দশমিক ৫০ শতাংশ। দ্বিতীয় পর্বে উত্তীর্ণের সংখ্যা ১৬ হাজার ৫২৬ জন। পাসের হার ৯৭ দশমিক ০৯ শতাংশ।

বুধবার (০৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর ২ বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা-২০১৭ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ এ ফল ঘোষণা করেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য আহ্বান জানান।

পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের iau.edu.bdওয়েবসাইটে iau.edu.bd পাওয়া যাবে।

এসএম/ ০৩ অক্টোবর ২০১৮