এমপিওভুক্ত হচ্ছেন দাখিল-আলিমের ২২৮ শিক্ষক


টাইমস ডেস্ক | Published: 2018-11-18 04:00:41 BdST | Updated: 2024-04-27 10:31:38 BdST

দাখিল ও আলিম স্তরের ২২৮ শিক্ষককে এমপিওভুক্তি করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

বলা হয়েছে, ২০১১ ও ২০১৩ সালে নিয়োগপ্রাপ্ত ২২৮ শিক্ষকের মধ্যে দাখিল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কম্পিউটার) বিষয়ের ১৬৪ ও বিজ্ঞানের ২১ সহকারী শিক্ষক এবং আলিম স্তরের বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ের ৪৩ প্রভাষক এ তালিকায় রয়েছেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা শিক্ষা অধিদফতরে এ সংক্রান্ত চিঠি এবং শিক্ষকদের তালিকা ইতোমধ্যে পাঠানো হয়েছে।

চিঠিতে এমপিও নীতিমালা অনুসারে এসব শিক্ষকের এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

এসব শিক্ষককে এমপিওভুক্তিতে কিছু শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শর্ত হিসেবে, এমপিও নীতিমালা অনুসারে সকল কাগজপত্র সঠিক থাকতে হবে। তবে এসব শিক্ষক কোনো বকেয়া বেতন ভাতা পাবেন না। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২০১৫ সালের ৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী এসব শিক্ষককে স্ব স্ব অঞ্চলের মাধ্যমে এমপিওভুক্তির জন্য আবেদন করতে হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এসএম/ ১৭ নভেম্বর ২০১৮