মাদ্রাসা ছাত্রকে নির্যাতনকারী শিক্ষক আটক


Dhaka | Published: 2020-09-15 05:35:17 BdST | Updated: 2024-04-20 17:54:12 BdST

সাভারের আশুলিয়ায় জাবালে নুর মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে মাদ্রাসাটির এক শিক্ষক। এ ঘটনায় ওই শিক্ষক ইব্রাহিমকে (৪৮) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মথনেরটেক এলাকার ওই মাদ্রাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শিশু শিক্ষার্থীদের হাত-পা বেঁধে পিটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয়।

আটক ইব্রাহিম কুমিল্লা জেলার হোমনা থানার দুর্গাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। প্রতিষ্ঠানটির পরিচালক কুমিল্লা জেলার বাসিন্দা আব্দুল জব্বার। তিনি ওই ছয়তলা বাড়িটির মালিক।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলো রাকিব ও মাহফুজ। রাকিব ঘটনার পর থেকে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে মাহফুজ ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে। সে এখনো মাদ্রাসায় আছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার ওই মাদ্রাসার শিক্ষার্থী দুই জনের একজনকে হাত-পা বেঁধে ও একজনকে পিটিয়ে গুরুতর আহত করে শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখায় ওই শিক্ষক। পরে রাকিবকে তার পরিবার উদ্ধার করে গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। অপরজন ওই মাদ্রাসায় রয়েছে।

শিক্ষার্থীরা জানায়, দুই সহপাঠীকে পিটানোর সময় অনুনয় বিনয় করে শিক্ষকের হাত থেকে বাঁচার চেষ্টা করেন। তবুও তিনি ব্যাপক মারধর করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগীদের পরিবারের সাথে কথা হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।