বান্দরবানে অগ্নিদগ্ধ হিন্দু পরিবারের পাশে মাদ্রাসা শিক্ষার্থীরা


টাইমস অনলাইনঃ | Published: 2017-11-29 02:47:30 BdST | Updated: 2024-05-02 05:42:24 BdST

বান্দরবান এর বনরুপা গ্রামের হিন্দু পাড়ায় গত সোমবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে, এতে একাধিক হিন্দু পরিবার ক্ষতিগ্রস্থ হয়। বনরুপা গ্রামের হিন্দু পাড়ার ইসলামী শিক্ষাকেন্দ্র নামক একটি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা পার্শ্ববর্তী গ্রাম বনরূপার হিন্দু পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। 

জানা যায় গত সোমবার বনরুপা গ্রামের হিন্দু পাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনের সংবাদ পেয়ে ইসলামী শিক্ষ কেন্দ্রের সকল ছাত্র-শিক্ষক ছুটে যায় হিন্দু পাড়ায় অবস্থিত ঘটনাস্থলে। ফায়ার সার্ভিস আসতে কালক্ষেপণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসা ছাত্র শিক্ষকরা এক যোগে কাজ করে ।

পরবর্তীতে ফায়ার সার্ভিস আসলেও পানির সংগ্রহে ব্যাপক সমস্যা দেখা দিলে কিছুটা দূরে অবস্থিত ইসলামী শিক্ষাকেন্দ্রের পুকুর থেকে পানির লাইন নেয়া হয়। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এরই মধ্যে চারটি ঘর পুড়ে ভস্ম হয়ে যায়। এবং আরো ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের ঘরগুলোতেই ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে বান্দরবান মাদরাসার ছাত্র-শিক্ষক, এলাকার মানুষ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নির্বাপনের পর মাদরাসার শিক্ষকগণ ঘটনাস্থল পরিদর্শন করে আসেন এবং হিন্দু পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন। মাদ্রাসা থেকে হিন্দু পরিবারে রাতে খাবার পৌঁছে দেয়ার ইচ্ছা থাকলেও পৌরসভা থেকে খাবার পাঠাবে বলায় পরবর্তী সিদ্ধান্ত পাল্টিয়ে মংগলবার দুপুরে খাবার বিতরণ করা হয়। দুর্ঘটনায় ইসলামী শিক্ষাকেন্দ্রকে এভাবে পাশে পেয়ে আশ্বস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হিন্দুরা

অগ্নিদগ্ধের শিকার রাজু দাশ জানান "আমাদের বিপদে প্রথমে ইসলামী শিক্ষাকেন্দ্রকে পাশে পেয়েছি। আমরা হিন্দু হওয়া সত্ত্বেও তারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে তারা খুশি হয়েছেন''।

ইসলামী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে বলা হয় এ মাদরাসাটি প্রতিষ্ঠাই হয়েছে এসব কার্যক্রমের জন্য। বিপদগ্রস্ত মানুষের পাশের দাঁড়ানোই হলো ইসলামের আসল শিক্ষা।

এমএসএল