কামিল প্রথমবর্ষের ফল প্রকাশ


টাইমস প্রতিবেদক | Published: 2017-12-05 04:28:41 BdST | Updated: 2024-05-02 09:19:18 BdST

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথমবর্ষের ফল প্রকাশ হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কামিল ২০১৫-১৬ সেশনে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দেশের ১৩০ পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচটি বিষয়ে মোট ১৮ হাজার ২৪৯ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ৬৮১ জন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ মেধা তালিকায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সকলকে স্ব-স্ব ক্ষেত্রে মেধা ও যোগ্যতা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd থেকে জানা যাবে।

আরএম/ ০৪ ডিসেম্বর ২০১৭