২৫ মাদরাসায় পাস করেনি একজনও


টাইমস প্রতিবেদক | Published: 2017-12-31 17:01:21 BdST | Updated: 2024-05-02 14:47:14 BdST

দেশের ২৫ মাদরাসায় একজনও পাস করেনি। এ সংখ্যা গতবারের চাইতে পাঁচটি বেড়েছে। এছাড়া শতভাগ পাস করা মাদরাসার সংখ্যা এবার প্রায় অর্ধেকে নেমে এসেছে।

এবার শতভাগ পাসের সংখ্যা ১ হাজার ৭২০টি। যা গত বছর ছিল ৩ হাজার ২০০টি। কমেছে প্রায় দেড় হাজার। শনিবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলে এমন পরিসংখ্যান দেখা গেছে।

এবারে জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ, যা গত বছর ছিল ৯৪ দশমিক ০২ শতাংশ।

ফল প্রকাশের পর দেখা যায়, মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ৭৮ হাজার ৫৭৯ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন। গত বছর পাসের সংখ্যা ছিল ৩ লাখ ৩২ হাজার ৪৭৯ জন। ছেলেদের পাসের হার ৮৬ দশমিক ০৩ শতাংশ এবং মেয়েদের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩১ জন, যা গত বছর ছিল ১২ হাজার ৫২৯ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ৩ হাজার ১২৭ ও মেয়ে ৪ হাজার ১০৪ জন রয়েছে।

পরীক্ষার ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একজনও পাস না করার কারণ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হতে পারে।

পরিসংখ্যানে দেখা গেছে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা এবার দাঁড়িয়েছে ২৫ এ। গত বছর ছিল ২০টি। আর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে এক হাজার ৪৮৩টি।

এইচজে/ ৩১ ডিসেম্বর ২০১৭