বাঁশখালীতে শ্রমিক নিহতের প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মসূচি


ঢাকা | Published: 2021-05-04 22:19:38 BdST | Updated: 2024-03-29 04:52:03 BdST

চট্টগ্রামের বাঁশখালীতে এসআলম গ্রুপ এবং চীনের দু'টি কোম্পানির যৌথ উদ্যোগে নির্মাধীন বিদ্যুৎকেন্দ্রে নিহত সাতজন শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও চীন দূতাবাসে স্মারকলিপি প্রদান কর্মসূচীর ঘোষণা করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা লিখেছেন, কিছুদিন পূর্বে চট্টগ্রামের বাঁশখালীতে এসআলম গ্রুপ ও চীনের দুটি প্রতিষ্ঠান সেপকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন এবং এইচটিজি ডেভেলপমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে সাতজন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়। আজও পর্যন্ত সেই নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং হত্যাকাণ্ডের বিচারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপদ পরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করা সকল দেশী-বিদেশী কোম্পানীর নৈতিক দায়িত্ব। চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং চট্টগ্রামের বাঁশখালীতে চীনা কোম্পানীর প্রকল্পে শ্রমিক নির্যাতন একই সূত্রে গাঁথা বলে আমরা মনে করি। চীন দূতাবাস আজও পর্যন্ত তাদের দেশের দুই কোম্পানীর স্বেচ্ছাচারী ও আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বা কোন বিবৃতি দেয়নি যা অত্যন্ত দুঃখজনক।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা আরও লিখেছেন , চট্টগ্রামের বাঁশখালীতে এসআলম গ্রুপ এবং চীনের দু'টি কোম্পানির যৌথ উদ্যোগে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে নিহত সাতজন শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামী ৫ এপ্রিল ২০২১ বুধবার দুপুর ১২ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও চীন দূতাবাসে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

//