রাবি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা সুজিত কুমারের পাশে মুক্তিযুদ্ধ মঞ্চ


Rajshahi University | Published: 2021-08-06 04:34:51 BdST | Updated: 2024-03-29 00:13:21 BdST

সম্প্রতি নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় জিডি দায়েরকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড: সুজিত কুমার সরকারের সাথে আজ ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শেখ সম্রাট, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের রাজশাহী মহানগর শাখার সভাপতি বাহারুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক নাবিল হোসেন, রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুজিত কুমার সরকারের সাথে সাক্ষাতের আগে জাতীয় চার নেতার অন্যতম শহীদ কামরুজ্জামান হেনার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুজিত কুমার সরকারের সাথে সাক্ষাতের পর বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, "একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দিয়ে নাটোরের সাংসদ শিমুল দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের নিকট থেকে এহেন আচরণ কখনোই প্রত্যাশিত নয়।

একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দিয়ে তিনি দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন এবং শপথ ভঙ্গ করে সংসদ সদস্য পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। তার শাস্তির দাবিতে খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুজিত কুমার সরকারেরর পাশে থাকবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"

উল্লেখ্য যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সুজিত কুমার সরকার ২০০৯ সালে নাটোরের মুক্তিযুদ্ধের ইতিহাস নামক একটি বই লিখেছেন। সেখানে রাজাকারদের নামের তালিকায় নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুলের পিতা হাসান আলী সরকারের নাম প্রকাশিত হয়েছিল। এরপর ফোনে কয়েকবার জীবননাশের হুমকি পাওয়ার অভিযোগে রাবির অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা সুজিত কুমার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় এমপি শিমুলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।

//