বিচারপতিদের বিচার চাইলেন ডা. জাফরুল্লাহ


Dhaka | Published: 2021-09-04 20:22:43 BdST | Updated: 2024-03-28 15:11:43 BdST

বিচারপতিরা দুর্নীতি ও অনিয়মে লিপ্ত হয়ে পড়েছেন অভিযোগ করে বিচারপতিদের বিচারের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘তারাই (বিচারপতিরা) এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। এখন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের হয়রানি করছে। তারা সব টাকা-পয়সা লুটেপুটে খাচ্ছে।’

শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে “রাজনৈতিক সংকট উত্তরণে পেশাজীবীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একজন মানুষ খুন করলে ফাঁসি হয়, কিন্তু বিচারপতি খাইরুল আলম যে দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, তার কী হয়েছে? তাকে সারাজীবন জেলে দেখতে চাই।’

তিনি বলেন, ‘বিচারপতিরা সবচেয়ে বেশি দুর্নীতি ও অনিয়ম করছেন। তাদের সম্পদের হিসাব নিতে হবে। বেলের নামে তারা কত কোটি টাকা লুট করেছেন, কত ঘুষ খেয়েছেন, কতটা দুর্নীতি করেছেন, সেগুলোও খুঁজে বের করতে হবে।’

আনিসুল হকের (বর্তমান সরকারের আইনমন্ত্রী) চেম্বার বর্তমানে সবচেয়ে বেশি ব্যবসা করছে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘খোঁজ নিয়ে দেখেন, তিনি (আনিসুল হক) কতো টাকা করেছেন, তার চেম্বারে কী করা হয়।’

তিনি আরও বলেন, ‘বিচারপতিরা ব্যবসায়ীদের দুর্নীতির টাকা আটকে রেখে মুনাফা করছেন। সেটা রাষ্ট্রীয় খাতে আসতো, কিন্তু সেটা রেখে তারা ঘুষ খাচ্ছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ডাকসু ভিপি নুরুল হক নুর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, অধ্যাপক লতিফ মাসুম, নবাব সিরাজদ্দৌলার উত্তরসূরি নবাবজাদা আলী আব্বাসদৌলা প্রমুখ।

//