সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারে প্রধান উপদেষ্টার প্রতি ইবি ছাত্রদলের আহ্বান


ইবি প্রতিনিধি | Published: 2025-05-18 22:32:13 BdST | Updated: 2025-06-13 13:35:33 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রোববার (১৮ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডায়না চত্বর প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইবি ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমী মিথুন এবং সঞ্চালনায় ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম এবং আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ উদ্দিন, নুর উদ্দিন ও রোকোনুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে মাসুদ রুমী মিথুন বলেন, “ঢাবির মেধাবী ছাত্রনেতা সাম্য ‘জুলাই অভ্যুত্থানে’ যে স্পিরিট দেখিয়েছিলেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। অথচ তার নির্মম হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। শুধুমাত্র ছাত্রদলের কর্মী হওয়ার কারণে তার প্রতি অবিচার হচ্ছে। আমরা আশা করি, সরকার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। ভবিষ্যতে ছাত্রদলের কোনো কর্মীর ওপর হামলা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “সাম্য ছিলেন ‘জুলাই অভ্যুত্থান’-এর সম্মুখ যোদ্ধা, যার মিছিলে প্রকম্পিত হতো ঢাবি ক্যাম্পাস। সেই সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ তদন্তে চরম গাফিলতি চলছে। এখনো মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমরা ইন্টারিম সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “হত্যাকাণ্ড যেভাবেই হোক না কেন, সে যে দলের বা মতেরই হোক, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”